কোচবিহারের তুফানগঞ্জের পর পশ্চিম মেদিনীপুরের দাঁতন। কয়েক মিনিটের ঝড়ের তাণ্ডবে তোলপাড় হয়ে গেল আস্ত দুটি গ্রাম। ঝড়ের গতিবেগে লণ্ডভণ্ড হয়ে গেল পশ্চিম মেদিনীপুরের দাঁতনের তররুই ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দুটি গ্রাম। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। বহু বাড়ির মাথার চাল উড়ে গিয়েছে। গাছপালা ভেঙে পড়েছে।
ঠিক কী ঘটেছে দাঁতনে? স্থানীয় সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় বাঁকুড়পাদা ও পালানিয়া গ্রামের ওপর দিয়ে তীব্র গতিতে বয়ে যায় ঝড়। আর এই ঝড়ের দাপটে একদিকে উড়ে যায় বাড়ির চাল অন্যদিকে উপড়ে পড়ে গাছ। এই ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০টির বেশি বাড়ি। শুধু তাই নয় প্রায় ১০০ একর ধানজমিরও ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে মাঠে নেমেছেন দাঁতনের বিডিও।
কী জানাচ্ছে আবহাওয়া দফতর? আজ, রবিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। একাধিক জেলায় ঝড়–বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। তীব্র গরমে জেরবার কলকাতা–সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এই বিষয়ে আবহবিদরা জানান, প্রবল দাবদাহের প্রভাবে বাতাসে জলীয় বাস্পের পরিমাণ বাড়ছে। তার জন্যই আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে।
আর কী দেখা গেল? শনিবার, খানিকটা স্বস্তি দিয়ে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি হয় পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায়। আর সেই ঝড়ের তাণ্ডবেই বাড়ির চাল উড়ে যাওয়া থেকে গাছ পড়ে যাওয়া সবই ঘটেছে। দুটি গ্রাম পুরোপুরি তোলপাড় হয়ে যায়। তবে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান— এই পাঁচ জেলায় গতকাল তাপপ্রবাহের পরিস্থিতি ছিল।