ভারতে থাকাকালীন ইসলামকে ‘সমালোচনা’ করে পোস্ট করেছিলেন এক হিন্দু যুবক। বাংলাদেশে ফিরতেই তাঁর বাড়ি ও স্থানীয় একটি মন্দিরে হামলা চালাল মুসলিমরা। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় ওঁই যুবকের বাড়ি। ভাঙচুর করা হয়েছে মন্দিরের বিগ্রহ। তবে এসবের জন্য হিন্দু যুবককেই গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশ।
মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের আমুরবুনিয়া গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটে৷ বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, তবে নতুন কোনো বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। তিনি বলেন, ‘যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। যারা জড়িত আছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
জানা গেছে, সপ্তাহখানেক আগে ওই যুবক ভারতে থাকাকালীন ফেসবুকে ‘ইসলাম ধর্ম ও নবীকে কটূক্তি করে’ একটি পোস্ট দেন বলে অভিযোগ। সম্প্রতি ওই যুবক দেশে ফিরলে ওই পোস্ট নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়। বিষয়টি মীমাংসার জন্য সোমবার প্রাক্তন ইউপি সদস্য আবদুর মালেক গাজি ও স্থানীয় লোকজন বৈঠক করে। বৈঠককে সেই যুবক তাঁর পোস্টের জন্য ক্ষমা চাইলে মিটমাট হয়ে যায়।
কিন্তু রাত ৮টার দিকে একদল লোক ওই যুবকের ‘দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে’ মিছিল শুরু করে৷ সেই মিছিল থেকেই ওই যুবকের বাড়িতে হামলা চালানো হয়। পুলিশ সুপার আরিফুল হক বলেন, ‘ওই যুবকের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি মন্দিরেও ভাঙচুর চালানো হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে আটক করে।’