নন্দীগ্রামে শাসকদল ও বিরোধীদলের দ্বন্দ্ব ও সংঘর্ষের খবর শিরোনামের থাকে। তবে এবার শোনা গেল শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের খবর। নন্দীগ্রামে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হল দোলা সেনকে। উল্লেখ্য, দোলা সেনকে এই ধরণের বিক্ষোভের সাক্ষী বিরোধী দলের কাছে হতে হয়নি, হতে হয়েছে নিজের দলীয় বৈঠকে তৃণমূল কর্মীদের কাছেই।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবারে নন্দীগ্রামেই। এই সময়ে সাংসদ দোলা সেন তৃণমূল কর্মীদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করেন। কিন্তু, এই বৈঠকেরই ডাক পাননি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আবু তাহের। সমস্যা তখন শুরু হয়, যখন দোলা সেনকে দেখার পরেই আবু তাহেরের অনুগামীরা স্লোগান দিতে শুরু করেন।
এই ঘটনা প্রসঙ্গে আবু তাহেরের অনুগামীরা অভিযোগ করেন যে, এই বৈঠকে তাঁদেরকে ডাকা হয়েছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য কাজ করেছেন। একইসঙ্গে তাঁরা নন্দীগ্রাম ব্লক সভাপতি স্বদেশ দাসের অপসারণের দাবিও তোলেন। যদিও, দোলা সেন বিক্ষোভ প্রদর্শনের ঘটনা পুরোপুরি অস্বীকার করেছেন। তাঁর দাবি, শুধুই বৈঠক হয়েছে, কিন্তু বিক্ষোভ হয়নি। রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, তৃণমূলের এই গোষ্ঠীকোন্দল বিধানসভা নির্বাচনের পর থেকেই দেখা গিয়েছে।
2022-04-16

