কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা অনেক দিনের। তাঁর বিশেষ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়েও জল্পনা পুরনো। কিন্তু সেই দু’জনের বিজেপিতে যোগদানের দিনেই নতুন চমক– তৃণমূল কংগ্রেসের অভিনেত্রী বিধায়ক দেবশ্রী রায়। এদিন তিনিও দিল্লিতে বিজেপি সদর দফতরে গিয়েছেন। রায়দিঘির বিধায়কও কি তবে তৃণমূলের ঘর ভেঙে বিজেপিতে যোগ দিতে চলেছেন। নতুন জল্পনায় জমে উঠল একই সঙ্গে দিল্লি ও রাজ্য রাজনীতি।
প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়ছে শোভন চট্টোপাধ্যায়ের। তিনি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় এদিন সকালেই পৌঁছে যান বিজেপির সদর দফতরে। এর আগে, বহুবার শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে দলে ফিরিয়ে নিতে মরিয়ে চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য শোভন শেষমেশ দিদির সঙ্গে যাবতীয় রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করেই এদিন দিল্লিতে বিজেপির সদর দফতরে পৌঁছন। এদিকে, শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লিতে বিজেপির সদর দফতের দেখা যায় রায়দিঘির বিধায়ক দেবশ্রী রায়কেও। তিনিও একটা সময় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হাত ধরে রাজনীতিতে আসেন। আর এসেই তৃণমূলের টিকিটে দেবশ্রী রায় বারবার রায়দিঘি থেকে জিতে আসেন। তবে বরাবরই দেবশ্রী রায় শোভন অনুগামী বলে পরিচিত তৃণমূল কংগ্রেসে।