আইপিএল লিগ তালিকায় শীর্ষস্থানে নিজেদের দখল অব্যাহত রাখার লক্ষ্যে গুজরাট টাইটানসের বিরুদ্ধে মাঠে নেমেছিল রাজস্থান রয়্যালস। তবে লক্ষ্যে সফল হতে পারল না সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান। ম্যাচ হেরে এক নম্বর থেকে একেবারে তিনে নেমে গেল রাজস্থান।
৩৭ রানের বেশ বড় ব্যবধানে সঞ্জুর দলকে মাত দেয় গুজরাট। ১৯৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিরন্তর উইকেট হারিয়ে কখনই জয়ের জন্য তেমনভাবে ছুটতে পারেনি রাজস্থান। হারের পর এই হাতে উইকেট না রাখতে পারা নিয়েই আফসোস করলেন সঞ্জু। তিনি বলেন, ‘যদি হাতে আমাদের উইকেট থাকত, তাহলে এই রান তাড়া করা সম্ভবপর ছিল। আমাদের ব্যাটিংয়ে সেই শক্তি এবং দক্ষতা, দুইই আছে। আমরা রান রেটের দিক থেকে ঠিকই এগোচ্ছাল, তবে ব্যাপারটা হল যে উইকেট অনেক বেশি হারিয়ে ফেলেছিলাম।’
তবে হারের পরে প্রতিপক্ষের প্রশংসা করতেও ভোলেননি সঞ্জু। পাশাপাশি একটি পরাজয় নিয়ে খুব বেশি চিন্তিত হতেও নারাজ তিনি। ‘আমি ওদের ব্যাটারদের বাহবা দেব।হার্দিক (পান্ডিয়া) দারুণ খেলেছে এবং (ডেভিড) মিলার শেষটাও ভাল করে। আমি যথেষ্ট আইপিএল ম্যাচ খেলেছি, তাই জানি যে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। তবে প্রতি ম্যাচ থেকে শিক্ষা নিয়ে আরও মজবুত হয়ে ফিরে আসাটা জরুরি।’ দাবি সঞ্জুর। নিজেদের পরের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সোমবার (১৮ এপ্রিল) মাঠে নামবে রাজস্থান।