কেন পরপর এতগুলো পাক ড্রোন ডুকছে ভারত সীমান্তে। তাহলে কি পাকিস্তান হামলার ছক কষছে? এবার পাঞ্জাব সীমান্ত দিয়ে প্রবেশ করল পাকিস্তানি ড্রোন। বিএসএফ সতর্ক থাকায় পাঞ্জাবের ফাজিলোকা সেক্টরে পাকিস্তানে ড্রোন গুলি করে নামায় তারা। এই নিয়ে চতুর্থ পাকিস্তানি ড্রোন ভারত সীমান্তে প্রবেশ করলো।
প্রতিটি ড্রোনকেই গুলি করে নামিয়েছে সেনা। একদিন আগেই শনিবার রাজস্থানের শ্রীগঙ্গানগর সেক্টরে প্রবেশ করেছিল পাকিস্তানি ড্রোন। সূত্রের খবর পাকিস্তানের গোয়েন্দা নজরদারির জন্য নেসকম বার্ক ইউক্যাশ ড্রোন তারা ব্যবহার করছেন। এইসব ড্রোনে মোশন সেন্সর রয়েছে। এই ড্রোনগুলো লেজার গাইডেড।
ফাজিলকায় একটি বাড়ির উপর কিছু জিনিস পড়ার খবর পাওয়া যায়। সেটি আসলে সেনার গুলি করে নামানো পাক ড্রোন। ঘটনায় কোনো হতাহতের খবর নেই।
প্রথম ড্রোনটি প্রবেশ করেছিল ২৬ ফেব্রুয়ারি গুজরাটের কচ্ছে। দ্বিতীয় ড্রোনটি ঢুকেছিল রাজস্থানের বিকানেরে । এরপর শনিবার শ্রীগঙ্গানগর সেক্টরে। আজ আবার প্রবেশ করেছিল পাঞ্জাব সীমান্তে।