ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াকে ধর্মান্তকরণের অভিযোগ উঠল খোদ সরকারি স্কুলে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কন্যাকুমারী জেলার একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে। ধর্মান্তকরণের অভিযোগ সামনে আসতেই ওই শিক্ষিকাকে সাসপেন্ড করেছে স্কুল কর্তৃপক্ষ।
এই নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে অভিযোগকারী ছাত্রীকে বলতে শোনা যায়, ‘তিনি (শিক্ষিকা) আমাদের বাইবেল পড়তে বলেছিলেন। আমরা বলেছিলাম আমরা হিন্দু এবং আমরা ভগবত গীতা পড়ি। এবং তিনি বলেছিলেন যে ভগবত গীতা খারাপ। বাইবেলে ভালো বার্তা রয়েছে।’
অভিযোগকারী পড়ুয়াকে আরও বলতে শোনা যায়, টিফিনের পর শিক্ষিকা তাদের সবাইকে হাঁটু গেড়ে প্রার্থনা করতে বাধ্য করতেন। এই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। ওই পড়ুয়ার বাবা-মা এবং স্থানীয় হিন্দুত্ববাদী সংগঠনের কিছু সদস্য স্কুলের প্রধান শিক্ষকের কাছে শিক্ষিকার নামে অভিযোগ করেন। পুলিশ এবং জেলা কালেক্টরকেও জানানো হয়।
এরপর বুধবার স্কুল পরিদর্শনে যান স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা। তারপর অভিযুক্ত শিক্ষিকাকে বরখাস্ত করা হয়। তামিলনাড়ু শিক্ষা দফতরের এক আধিকারিক বলেন, ‘কালেক্টরের নির্দেশের ভিত্তিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই শিক্ষককে নিয়ে অন্য শিশুদের সাথেও আমাদের কথা বলতে হবে। কারণ অভিযোগকারী শিশু দাবি করেছে যে সবার সামনেই তাকে ধর্মান্তরিত করার চেষ্টা করেন সেই শিক্ষক।’