নয়া বিতর্ক উত্তর প্রদেশে। লখনউ সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে মসজিদ বানাতে হবে। এমনই দাবি তুলে বিশ্ববিদ্যালয় চত্বরে পোস্টার লাগাল বাম ছাত্র সংগঠন এসএফআই। ঘটনার তীব্র বিরোধিতা করেছে এবিভিপি। এই দাবি ঘিরে দুই ছাত্র দলের মধ্যে চাপা উত্তেজনা তৈরি হয়েছে।
বাম ছাত্র সংগঠনের তরফে দাবি করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি মন্দির রয়েছে। এসএফআইয়ের বক্তব্য, ‘এবিভিপি ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে গেরুয়া রঙে রাঙাতে চায়। তারা এখানে আরএসএস অফিস খোলার চেষ্টায় রয়েছে কিন্তু আমাদের মনে রাখতে হবে, বিশ্ববিদ্যালয় কোন রকম গোয়ালঘর নয় বরং ল্যাবরেটরি চায়।
এরপরই এসএফআই দাবি করেছে, ‘ক্যাম্পাসে মন্দির যদি তৈরি করা হয়, তবে এখানে মসজিদও তৈরি করতে হবে’। সেই দাবিতেই বিশ্ববিদ্যালয় চত্বরে পোস্টার ফেলেছে তারা। পাশাপাশি ক্যাম্পাসে তৈরি মন্দির সরানোর দাবিও করেছে এসএফআই-এর ছাত্ররা।
পাল্টা এবিভিপি-র দাবি, ‘ধর্ম প্রত্যেকেরই একটি স্বাধীন বিষয় যা বেছে নেওয়ার অধিকার শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের আছে। বিশ্ববিদ্যালয়ে পোস্টার লাগানোর আমরা তীব্র বিরোধিতা করছি এবং এর বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি’। দাবি ও পাল্টা দাবিকে ঘিরে দুই ছাত্র সংগঠনের মধ্যে বিবাদ চরমে পৌঁছেছে। উত্তপ্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও। এখন কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।