পয়লা বৈশাখ বাঙালির , পয়লা বৈশাখ মহারাজ শশাঙ্কের, পয়লা বৈশাখ বাঙালি হিন্দুর

রোজা রেখে নববর্ষ পালন কি হালাল? নববর্ষ উদযাপনের শরিয়া বিধান কি??

আসুন জেনে নেওয়া যাক |

পার্থিব শৌর্য-বীর্য ও বৈজ্ঞানিক উন্নতি রীতিমত অনেক মুসলিমের জন্য ফেতনায় পরিণত হয়েছে। ইলেকট্রিক প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে কাফের দের ঘরে ঘরে নিমিষে পৌঁছে যাচ্ছে তাদের আচার-অনুষ্ঠান। তারা যাই করে মুসলিমের একাংশ তাদের পদাঙ্ক অনুসরণ করে। তাদের উৎসব, সংস্কৃতি ও ধর্মীয় অনুষ্ঠানগুলো উপভোগ করে, তাতে যোগ দেয় ও আনন্দ করে। কি নববর্ষ, কি মৃত্যু বার্ষিকী, কি জন্ম বার্ষিকী, কি বিবাহ বার্ষিকী, কি বাবা দিবস, কি মা দিবস, কোন কিছুতেই কুণ্ঠাবোধ নেই। তারা করছে তাই আমরা করছি। ভালো-মন্দ, বৈধ- অবৈধ ও কুফর-শিরক ভেবে দেখার ফুরসত নেই। তারা দীন থেকে দূরে সরে গেছে, ভুলে গেছে ইসলামী আদর্শ ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী:

হযরত ইমাম আবু হাফস্ কবীররহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, নওরোজ বা নববর্ষ উপলক্ষে যদি কেউ একটি ডিমও দান করে তাহলে তার ৫০ বছরের আমল থাকলে তা বরবাদ হয়ে যাবে। অর্থাৎনওরোজ বা নববর্ষ পালনের কারণে তার জিন্দেগীর সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে। অতত্রব, পহেল বৈশাখ উপলক্ষে বিশেষ পোশাক পরিধান করা, ব্যবসা-বাণিজ্য করা, দ্রব্যমূল্যে বিশেষ ছাড় দেয়া, ইলিশ-পান্তা খাওয়া, ফলমুল খাওয়া সবকিছুই বিজাতীয় ও বিধর্মীয় সংস্কৃতির সাথে তাশাব্বুহ বা মিল হিসেবে হারামের অন্তর্ভুক্ত। যদি কোনো মুসলমান তাদের সাথে মিল রেখে পহেলা বৈশাখ পালন করে তবে শরীয়ত-এর দৃষ্টিতে সে আর মুসলমান থাকতে পারে না। অর্থ্যাৎ তার জীবনের সব নেক আমল বরবাদ হয়ে যায়। কোন বছরের পহেলা দিবস পালন করা মজুসী বা অগ্নি উপাসকদের একটি একান্ত উৎসবের দিন। পরবর্তীতে অবশ্য অন্যান্য মুশরিক ধর্ম যেমন: বৌদ্ধ, হিন্দু ও উপজাতিরাও এ দিবসটিকে উৎসব ও পূজার দিন হিসেবে গ্রহণ করে।

তাই পহেলা বৈশাখ দুটি কারণে হারাম ও কুফরী:

  1. এটি মজুসীদের অনুকরণ
  2. এটি হিন্দু, বৌদ্ধ ও উপজাতিদের পূজা ও
    উৎসবের সাথে সদৃশ্য |

এখন প্রশ্ন হচ্ছে ইসলাম কি কাফিরদের
সাদৃশ্যপূর্ণ আমল করার অনুমতি দেয়?? পবিত্র
কুরআন হাদীস এ সম্পর্কে কি বলে???

  1. পবিত্র কুরআন পাকে আছে:

“যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন
দ্বীন (নিয়মনীতি, অন্য ধর্ম) তালাশ
করে, তা কখনোই তার থেকে গ্রহণ
করা হবেনা এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের
অন্তর্ভূক্ত
হবে।” (সূরা আলে ইমরান-৮৫)

মালিকের কাছে মঙ্গল প্রার্থনা করুন। কুসংস্কার ও শির্কপূর্ণ ধ্যান-ধারণা থেকে দূরে থাকুন।হাফিজাহুললাহ্

তাই মোল্লা ভাই গন আপনারা দ্বীনের পথেই থাকুন কারন পয়লা বৈশাখ বাঙালির , পয়লা বৈশাখ মহারাজ শশাঙ্কের, পয়লা বৈশাখ বাঙালি হিন্দুর |

শুভজিৎ ব্যানার্জী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.