অমিত শাহের সফর বাতিলের কারণ জানাল বিজেপি। ১৬ এপ্রিল ২ দিনের পশ্চিমবঙ্গ সফরে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বিধানসভা নির্বাচনের এই প্রথম তাঁর সফরসূচি ঘোষণা হওয়ায় পথ চেয়ে বসেছিলেন বিজেপির নেতাকর্মীরা। কিন্তু গত মঙ্গলবারই তাঁর সফর বাতিলের কথা ঘোষণা করেছে বিজেপি। বৃহস্পতিহবার জানানো হল তার কারণ। আর তাতে বিজেপির অন্দরের পরিকল্পনার অভাব স্পষ্ট।
বিজেপির তরফে জানানো হয়েছে, ১৬ এপ্রিল বাগডোগরায় নেমে কোচবিহারে যাওয়ার কথা ছিল অমিত শাহের। কিন্তু মেরামতির জন্য বন্ধ রয়েছে বাগডোগরা বিমানবন্দরের রানওয়ে। ১৪ দিন ধরে চলবে মেরামতি ও সম্প্রসারণের কাজ। যার ফলে সেখানে অবতরণ করতে পারবে না শাহের বিমান।
ওদিকে কলকাতায় ওই দিনই বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোটগণনা। যার ফলে শহরের বিস্তীর্ণ এলাকায় যান চলাচল নিয়ন্ত্রিত হবে। ফলে জটিলতা হতে পারে শাহের সফর ঘিরে।
প্রশ্ন উঠছে, বাগডোগরা বিমানবন্দরের রানওয়ে বন্ধ থাকার কথা অন্তত ২ মাস আগে জানানো হয়েছে এয়ারপোর্টস অথরিটির তরফে। বালিগঞ্জে উপনির্বাচনও ঘোষণা হয়েছে মাস খানেক আগে। তার পরেও কেন তখনই শাহের সফরসূচি পরিকল্পনা করল বিজেপি? এতে বিজেপির অন্দরে পরিকল্পনার ঘাটতি ফুটে উঠেছে বলে দাবি দলেরই একাংশের।