অবশেষে পিংলা থানার পুলিশ, পিংলা ধর্ষণকাণ্ডে অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য অভিজিৎ মন্ডলকে গ্রেফতার করল। অভিযোগ উঠেছিল, সোমবার রাত্রে পিংলার কালুখাঁড়া এলাকা থেকে বিশেষভাবে সক্ষম তরুণীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে। ঘটনাকে ঘিরে বিজেপি জানায়, অভিযোগ জানাতে গেলে পিংলা থানার পুলিশ নির্যাতিতাকে টানা তিন ঘণ্টা থানায় বসিয়ে রাখে।
অবশেষে, এই ধর্ষণকাণ্ডে পুলিশ গ্রেফতার করল মূল অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যকে। এই ঘটনার প্রসঙ্গে প্রথম দিন থেকেই তৃণমূলের দাবি ছিল, তাদের পঞ্চায়েত সদস্যকে বিরোধী দল চক্রান্ত করে ফাঁসিয়েছে। ওদিকে, ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তন্ময় দাস এই ঘটনার প্রকৃত তদন্ত ও দোষীদের শাস্তির দাবি করেছিলেন। জানা যায়, মঙ্গলবার নির্যাতিতা একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন মেদিনীপুর কোতোয়ালি থানায়। এরপর বুধবার মূল অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পিংলা থানার পুলিশ।
এরপর জানা গিয়েছে, রাতেই গ্রেফতার করা হয়েছে অভিজিৎ মন্ডলকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যকে বুধবারই তোলা হবে আদালতে। সেইসঙ্গে আদালতে গোপন জবানবন্দি নেওয়া হবে নির্যাতিতার।
2022-04-14