কলকাতা হাইকোর্টে আবারও দেখা গেল বিশৃঙ্খল পরিস্থিতি। একই বছরে বারংবার অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি অব্যাহত। আদালতের। বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় একের পর এক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছেন, যা ঠিক নয়, এমনটাই দাবি করেছেন তৃণমূল আইনজীবীরা। ইতিমধ্যে মঙ্গলবারে আদালতের হাতাহাতির ছবি চোখে। বুধবারে এই ছবিই চরম আকার ধারণ করল।
চলতি সপ্তাহে বুধবারে তৃণমূলের আইনজীবী বিকাশরঞ্জনকে ধাক্কা মেরে বসিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। যার জেরে তিনি অসুস্থ বোধ করতে লাগেন বলে দাবি। সেই অভিযোগ তুলে তৃণমূল আইনজীবীরা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কটের ডাক তুলেছেন। এই সিদ্ধান্তের অধীনে তাঁরা অন্য কোনো আইনজীবীকে এজলাসে প্রবেশ করতে দেয়নি বলে দাবি। এরপরে, বিচারপতি প্রবেশ করতে গেলেই তুমুল চেহারা নেয় বিক্ষোভ।
বিক্ষোভ প্রদর্শনের মাঝে বিচারপতি বিক্ষোভকারীদের জিজ্ঞাসা করেন যে, তাঁর এজলাসে তাঁদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, তখন আইনজীবীদের তরফে জানানো হয় যে, সবার সম্মতি নিয়ে বার অ্যাসোসিয়েশনের তরফে এজলাস বয়কট করার সিদ্ধান্ত জানানো হয়েছে। এরপরেই, অন্যান্য আইনজীবীরা দাবি করেন যে, এই পদক্ষেপ তাঁদের মোটেই সম্মতি নেই।
2022-04-14