‘রবি ভাই মিটিং ডাকেন, রায়না কেঁদে ফেলেছিল’: ধোনির অবসরের ঘোষণায় কেমন ছিল সাজঘর জানালেন অক্ষর

শুভব্রত মুখার্জি: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে পারফরম্যান্সের বিচারে নিঃসন্দেহে সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসি আয়োজিত প্রায় সবকটি ট্রফিই তিনি জিতেছেন। জিতেছেন একাধিক আইপিএল ট্রফি ও। সেই ধোনি ওয়ানডে ক্রিকেটকে আলবিদা জানিয়েছেন মাত্র কয়েকবছর হল। তবে টেস্ট ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছেন বেশ কয়েক বছর হল। যেদিন ধোনি অবসর ঘোষণা করেছিলেন সেদিন ঠিক কি রকম ছিল‌ ভারতীয় ড্রেসিংরুমের পরিস্থিতি! সেকথাই বিশদে বর্ণনা করলেন অক্ষর প্যাটেল। তিনি জানান রবি ভাই (শাস্ত্রী) মিটিং ডেকেছিল। সাজঘরের পরিস্থিতি গম্ভীর হয়ে গেছিল। সুরেশ রায়না কেঁদেও ফেলেছিল।

২০১৪ সালে জাতীয় দলের সাদা জার্সিকে আলবিদা জানিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। মেলবোর্নে সেই বছর ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট ম্যাচ ড্র হওয়ার পরে ডিসেম্বর মাসের ৩০ তারিখ টেস্ট থেকে অবসর নেন ধোনি। রিপোর্টার,সাংবাদিকরা তখন হয়ত সবেমাত্র তাদের ম্যাচ রিপোর্ট লেখা শেষ করেছেন। বিসিসিআইয়ের কাছ থেকে তারা একটি ইমেল পান। যার সাবজেক্টে লেখা ছিল ‘ এম এস ধোনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।’

অক্ষর প্যাটেল জানান ধোনির অবসরের ঘোষণা যদিও সেই টেস্ট ম্যাচ শেষেই এসেছিল তবুও দ্বিতীয় দিনের খেলা শেষে রবি শাস্ত্রী দলের সকলকে ধোনির সিদ্ধান্তের বিষয়ে জানিয়ে দিয়েছিলেন। খবরটি শোনার পরে অক্ষর সহ সেই ম্যাচে দলের স্কোয়াডের সব সদস্য ইমোশনাল হয়ে পড়েন। অক্ষর ‘ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন্স’ নামক এক শো’তে জানান ‘ ও (ধোনি) নিজেই পরের দিন মেলবোর্নের বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে এই সিদ্ধান্তের (অবসর) কথা জানায়। সাজঘরের পরিস্থিতি বদলে যায়। সবাই নিশ্চুপ হয়ে গিয়েছিল। রবি(শাস্ত্রী) ভাই একটা মিটিং ডেকেছিল। সবাইকে….. জানাচ্ছি মাহি অবসর নিচ্ছে। (সুরেশ) রায়না কেঁদে ফেলেছিল। আমি ভাবছিলাম এটা কি হল ! সবাই হতবাক হয়ে গেছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.