রুদ্রনীল ঘোষের কবিতার নিশানায় এবারে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অভিনেতা তথা রাজনীতিবিদ রুদ্রনীল, তার কবিতায় ভুল করেও মুখ্যমন্ত্রীর নাম উচ্চারণ করেননি। কিন্তু সুরে ছন্দে বুঝিয়ে দিয়েছেন গোটা বিষয়টি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববাংলা প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে হাঁসখালি ধর্ষণকাণ্ডে যে মন্তব্য করেছিলেন, সেই সমস্ত কিছুকেই হাতিয়ার করে কবিতা লিখেছেন রুদ্রনীল।
কবিতার প্রথম লাইন থেকেই গর্জে উঠেছেন রুদ্র। তিনি বলছেন, ”খবর দেখো না তুমি সব জেনে যাবে, সিরিয়াল দেখো তুমি শান্তি পাবে। তিনি মানে সব ঠিক তিনি মানে ভালো, তিনি যদি বলে দেন সাদা হয় কালো।” রুদ্রনীল বিগত কয়েকদিনে রাজ্যে ঘটে যাওয়া আনিস খান থেকে শুরু করে রামপুরহাট-কাণ্ড, হাঁসখালি সমস্ত ঘটনা তিনি কবিতায় তুলে ধরেছেন।
রুদ্রনীল এই কবিতা একটি ভিডিও আকারে শেয়ার করেছেন ফেসবুক পোস্টে। সেখানে কবিতাটি তিনি নিজেই পাঠ করেছেন। কবিতা শুনে কারো বুঝতে বাকি থাকে না যে, রুদ্রনীল ছত্রে ছত্রে কাকে বিদ্ধ করতে চেয়েছেন। এর আগে রুদ্রনীল ঘোষ নিশানা করেছিলেন অনুব্রত মণ্ডলকে। তার পাল্টা কামারহাটির বিধায়ক মদন মিত্র একটি কবিতা পাঠ করে আক্রমণ করেন রুদ্রনীলকে। এবারে বাংলার মুখ্যমন্ত্রীকে কবিতার মাধ্যমে আক্রমণ করলেন রুদ্রনীল।