মসজিদ থেকে লাউডস্পিকার সরানোর দাবিতে আগেই হুঁশিয়ারি দেন রাজ ঠাকরে। এবার মহারাষ্ট্র সরকারকে সময়সীমা বেঁধে দিলেন তিনি। উদ্ধব ঠাকরে সরকারের উদ্দেশ্যে তাঁর স্পষ্ট বার্তা, ‘৩ মে-র মধ্যে সব মসজিদ থেকে লাউডস্পিকার না সরালে ফল ভুগতে হবে’।
কিছুদিন আগেই রাজ ঠাকরে রাজ্যের মসজিদগুলো থেকে লাউডস্পিকার বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে, লাউডস্পিকার বন্ধ না হলে সেখানে হনুমান চালিশা চালানো হবে। আর এর মধ্যে রাজ ঠাকরে রাজ্য সরকারকে মসজিদগুলো থেকে লাউডস্পিকার সরানোর জন্য আল্টিমেটাম দিয়ে দিলেন।
মহারাষ্ট্র নব নির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে বলেছেন, আগামী ৩ মে’ র মধ্যে রাজ্যের সমস্ত মসজিদ থেকে লাউডস্পিকার সরাতে হবে। এটা কোনও ধর্মীয় ইস্যু নয়। এটা সামাজিক ইস্যু। এর জন্য সব সীমা অতিক্রম করার জন্য নব নির্মাণ সেনা প্রস্তুত’।
এর আগে রাজ ঠাকরে বলেছিলেন, ‘আমি কোনও ধর্মের মানুষের প্রার্থনা করার বিরোধিতা করছি না। কিন্তু মসজিদ থেকে লাউডস্পিকার সরানো উচিত। কোনও ধর্মে লাউডস্পিকারের কথা উল্লেখ আছে কী? আপনার ধর্ম প্রতিষ্ঠার সময় লাউডস্পিকার ছিল কী’? আমি সরকারকে আবেদন করছি যে, এই কাজ যেন তাড়াতাড়ি করা হয়, নাহলে আমি মসজিদের সামনে ডবল লাউডস্পিকার লাগিয়ে হনুমান চালিশা চালাব’।