হাঁসখালিতে গণধর্ষণের জেরে নাবালিকার মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার সন্ধ্যায় এই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। আগামী ২ মে-র মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলেছে আদালত।
মঙ্গলবার হাঁসখালি গণধর্ষণে সিবিআই তদন্তের দাবিতে দায়ের মামলায় হাইকোর্টে চরম ভর্ৎসনার শিকার হন সরকারি আইনজীবী। এই ঘটনায় কেন দেরিতে মামলা দায়ের হয়েছে তা বলতে পারেননি তিনি। কী তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়েছে তা নিয়েও স্পষ্ট করে কিছু বলতে পারেননি তিনি। এমনকী আদালতে পেশ করা কেস ডায়েরির সঙ্গে সরকারি আইনজীবীর দেওয়া তথ্য মেলেনি। যার ফলে বিচারপতিকে বলতে শোনা যায়, যা কেস ডায়েরিতে নেই তা আদালতে বলবেন না। এদিনের শুনানির পর রায়দান স্থগিত রেখেছিল আদালত।
সন্ধ্যা গড়াতে হাঁসখালি কাণ্ডে আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতের তরফে নির্দেশে বলা হয়, অবিলম্বে সিবিআইএর হাতে সমস্ত তথ্যপ্রমাণ ও নথি তুলে দিতে হবে। ২ মের মধ্যে তদন্ত রিপোর্ট আদালতে জমা দিতে হবে সিবিআইকে।