হাঁসখালি কাণ্ডে নাম না করে মুখ্যমন্ত্রীকে নিশানা রাজ্যপালের

‌হাঁসখালি কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে নাম না করেই কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

হাঁসখালি কাণ্ডের কড়া নিন্দা করে রাজ্যপাল টুইট করে জানান, ‘‌হাঁসখালিতে লজ্জাজনক ধর্ষণ ও নাবালিকার মৃত্যু নিয়ে ফৌজদারি তদন্তে দাগ লেগেছে। যারা দায়িত্বে আছেন ও সাংবিধানিক পদ অলঙ্কৃত করছেন, তাঁরাই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন। এই বেআইনি মনোভাব স্বচ্ছ ও স্বাধীন তদন্তকে বিপথগামী করে। কারণ, পুলিশও ওই পথ অনুসরণ করে।’‌ কাল রাজ্যের মুখ্য সচিব ও রাজ্যের ডিজিকে রাজভবনে তলব করেছেন রাজ্যপাল। বিকেল ৪টের মধ্যে তাঁদের রাজভবনে আসতে বলা হয়েছে। মনে করা হচ্ছে, তাঁদের কাছ থেকে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানবেন রাজ্যপাল।

এর আগে গত সোমবার নতুন সাজে মিলন মেলার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হাঁসখালির ঘটনার প্রসঙ্গ টেনে এনেছিলেন। সেখানে নাবালিকার মৃত্যু কারণ নিয়েই সন্দেহ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, নাবালিকার সঙ্গে অভিযুক্ত তথা তৃণমূল নেতার ছেলের প্রেমের সম্পর্ক ছিল। ওই নাবালিকা অন্তঃস্বত্ত্বা ছিল কিনা, সেবিষয়ে সন্দেহ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্যকে ঘিরে ইতিমধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে। ইতিমধ্যে হাঁসখালি কাণ্ডের সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে সোহেল গোয়ালি গ্রেফতার হয়েছে। পাশাপাশি তাঁর বন্ধু প্রভাকর পোদ্দারকেও গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.