1966 থেকেই রাজ্যের সেরা মেধা রাজ্য ছেড়েছেন l প্রেসিডেন্সির সেরারা আজ IISC, IIT বা হার্ভার্ড, MIT তে পড়াচ্ছেন আর প্রেসেডেন্সির ড্রপআউট বাংলার বুদ্ধিজীবীদের প্রধান মুখ l
টালিগঞ্জেও একই অবস্থা l এখানে হিট করলে বলা হয় ‘অভিনয় জানে না’, আর ফ্লপ করলেই ‘বুদ্ধিজীবী’ lকয়েকদিন আগে একটা বিজ্ঞাপনে দেখলাম চাঁদের পাহাড়কে হাস্যকর সাজিয়ে কিছু মন্তব্য করছেন পরমব্রত l কিন্তু রেকর্ড বলে, বাংলা সিনেমার সব চেয়ে বেশী চলা সিনেমা আমাজন অভিযান এবং চাঁদের পাহাড় l আর পরমব্রত? সম্ভবতঃ তার একার লিড করা কোন সিনেমা 1 কোটি ছাড়ায় নি, যখন দক্ষিণভারতে একের পর এক সিনেমা 1000 কোটি ছাড়াচ্ছে l এই অবস্থায় পরমব্রতকে ব্যর্থ নায়ক বলাও বাহুল্য হয়ে যায় সম্ভবতঃ l
তাহলে ফর্মুলা কি দাঁড়ালো? সেটা হল, পশ্চিমবঙ্গ এমন এক রাজ্য যেখানে ব্যর্থ মানুষরা বুদ্ধিজীবী হিসেবে ট্যাগ পান l এর মধ্যে রাজ্য নিয়েও ভাবতে শুরু করেছেন পরমব্রতবাবু l ভাই আগে নিজের কাজ টা করো না l RRR ধরতে হবে না, চাঁদের পাহাড়ের মত একটা 20 কোটির সিনেমা তো বাঙালীকে দাও l জীবনে একবার তো নায়ক হিসেবে সাত অঙ্কের টাকা তুলে দাও প্রযোজককে? যে মানুষ নিজেই সাফল না, সে রাজ্যের স্বার্থ ভাবলে রাজ্যের কিছু লাভ হবে, এটা মানুষ মানবে কেন?
সুদীপ্ত গুহ