বসেছিলেন কমেন্ট্রি বক্সে, সেখান থেকেই বল পাঠিয়ে দিলেন স্টেডিয়াম পার করে বিদেশে। তখন চলচিল লখনউ সুপার জায়েন্টস ও রাজস্থান রয়্যালস-এর মধ্যে। ঠিক ওই সময়েই হাতে মাইক্রোফোন নিয়ে এমন মন্তব্য করলেন যে, তা ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়।
সুনীল গাভাস্কার ও ব্রিটিশ ধারাভাষ্যকার অ্যালান উইলকিনস বসেছিলেন একই কমেন্ট্রি বক্সে। টিভির পর্দায় তখন দেখানো হচ্ছে মেরিন ড্রাইভ। ওই মুহূর্তে অ্যালান উইলকিনস সেই সৌন্দর্য দ্বারা মুগ্ধ হয়ে বলে উঠলেন, “যেন রানীর হার”। এই সুযোগই আর হাতছাড়া না করে, সুনীল গাভাস্কার বলে বসলেন, “আমরা এখনও কোহিনুর হিরের অপেক্ষা”।
উল্লেখ্য, এখানে যে কোহিনূরের কথা বলা হচ্ছে, সেটি ৭৯৩ ক্যারেট বিশিষ্ট। এতদিন এটাই দাবি করা হয়েছিল যে, ব্রিটিশরা ভারতে যখন দুশো বছর ধরে রাজত্ব চালিয়েছিল, তখনই এক সময়ে ভারতের অমূল্য রতন তথা কোহিনূর তারা ‘চুরি’ করে নিয়ে চলে যায়।
2022-04-13