ব্যাঙ্ক জালিয়াতি মামলায় এবার মোদী সরকারি হাতে এলো আরেক বড়ো ধরণের সাফল্য। অনেক ঝক্কি ঝামেলা পোহানোর পরে, অনেক চেষ্টার পরে সিবিআই পাকড়াও করল নীরব মোদী ঘনিষ্ঠকে। নীরব মোদীর এই সহযোগীকে সিবিআই পাকড়াও কাছে কায়রো থেকে। উল্লেখ্য, সিবিএ বহুদিন ধরে এই প্রচেষ্টা চালাচ্ছিল।
সিবিআই কায়রো থেকে ধরেছে নীরব ঘনিষ্ঠ সুভাষ শঙ্করকে। ব্যাঙ্ক জালিয়াতি যখন হয়েছিল, তখন সুভাষ শঙ্কর নীরব মোদীর কোম্পানির কাজেই নিযুক্ত ছিলেন। তিনি সেই কোম্পানিতে মূলত ডিজিএম-এর পদে কাজ করত। এরপরে, ২০১৮ সালে সিবিআই-এর অনুরোধে ইন্টারপোল পিএনবি কেলেঙ্কারির অধীনে রেড কর্ণার নোটিশ জারি করে নীরব মোদী, নিশাল মোদী ও তাঁদের কর্মচারী সুভাষ শঙ্করের বিরুদ্ধে।
সূত্রের খবর অনুযায়ী, সুভাষ শঙ্করকে সিবিআই বিশেষ বিমান মাধ্যমে কায়রো থেকে ভারতে আনার ব্যবস্থা করা হয়েছে। সুভাষের বিরুদ্ধে রেড কর্ণার নোটিশ জারি হওয়ায়, সুভাষের ধরা পড়া খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কেলেঙ্কারি তথা ১৩ হাজার কোটি টাকার জালিয়াতি মামলায় অভিযুক্ত।
2022-04-13