Deoghar Ropeway Accident: হেলিকপ্টার থেকে পড়লেন ২, দেড়দিন পর দেওঘরের রোপওয়ে থেকে শেষ পর্যন্ত উদ্ধার ৪০

1/7রবিবার বিকেল সাড়ে চারটে নাগাদ দেওঘরের বাবা বৈদ্যনাথ মন্দিরের কাছে ত্রিকূট পাহাড়ে একাধিক রোপওয়ের ধাক্কা লাগে। 

৭৬৬ মিটার দীর্ঘ রোপওয়েটিকে ভারতের উচ্চতম 'ভার্টিকাল রোপওয়ে' বলে দাবি করা হয় ঝাড়খণ্ড সরকারের পর্যটন দফতরের তরফে।
2/7৭৬৬ মিটার দীর্ঘ রোপওয়েটিকে ভারতের উচ্চতম ‘ভার্টিকাল রোপওয়ে’ বলে দাবি করা হয় ঝাড়খণ্ড সরকারের পর্যটন দফতরের তরফে।
এই দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই বিপর্যয় মোকাবিলা দল, আইটিবিপি এবং বায়ুসেনার হেলিকপ্টার মোতায়েন করা হয় উদ্ধারকাজে।
3/7এই দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই বিপর্যয় মোকাবিলা দল, আইটিবিপি এবং বায়ুসেনার হেলিকপ্টার মোতায়েন করা হয় উদ্ধারকাজে।
এই রোপওয়ে দুর্ঘটনার ঘটনায় অন্তত তিনজন মারা গিয়েছে বলে জানা গিয়েছে। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ১০ জন পর্যটক।
4/7এই রোপওয়ে দুর্ঘটনার ঘটনায় অন্তত তিনজন মারা গিয়েছে বলে জানা গিয়েছে। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ১০ জন পর্যটক।
উদ্ধারকাজ চলাকালীন হেলিকপ্টার থেকে পড়ে গিয়ে গতকাল এক যুবকের মৃত্যু হয়। আজকে সকালেও উদ্ধারকাজ চলাকালীন এক মহিলা হেলিকপ্টারের সঙ্গে যুক্ত দড়ি ছিঁড়ে নিচে পড়ে যান। স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, তিনি হয়ত আর বেঁচে নেই।
5/7উদ্ধারকাজ চলাকালীন হেলিকপ্টার থেকে পড়ে গিয়ে গতকাল এক যুবকের মৃত্যু হয়। আজকে সকালেও উদ্ধারকাজ চলাকালীন এক মহিলা হেলিকপ্টারের সঙ্গে যুক্ত দড়ি ছিঁড়ে নিচে পড়ে যান। স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, তিনি হয়ত আর বেঁচে নেই।
প্রায় ৪০ জন পর্যটককে মাঝ আকাশে ঝুলন্ত রোপওয়ে থেকে উদ্ধার করা হয়েছে।
6/7প্রায় ৪০ জন পর্যটককে মাঝ আকাশে ঝুলন্ত রোপওয়ে থেকে উদ্ধার করা হয়েছে।
দীর্ঘ দেড়দিন পরে শেষ পর্যন্ত উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে আইটিবিপি জওয়ানরা।
7/7দীর্ঘ দেড়দিন পরে শেষ পর্যন্ত উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে আইটিবিপি জওয়ানরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.