চেন টেনে মাঝপথে ট্রেন থেকে নামার চেষ্টা, উলটো দিক থেকে আসা এক্সপ্রেসে পিষে মৃত ৫

সোমবার রাতে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায় দ্রুতগামী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। শ্রীকাকুলাম জেলা তথ্য দফতরের এক আধিকারিক জানিয়েছেন, জি সিগাদাম এবং চেপুরুপল্লি রেলওয়ে স্টেশনের মধ্যে রাত ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

এদিকে এই ঘটনা প্রসঙ্গে এক রেল আধিকারিক বলেন, ‘কোয়েম্বাটোর-শিলচর এক্সপ্রেসের (ট্রেন নং ১২৫১৫) কিছু যাত্রী বিশাখাপত্তনম-পালাসা মেইন লাইনের মাঝখানে চেন টেনে ট্রেন থামায়। তারা শহরে যেতে চেয়ে ট্র্যাক ধরে দৌড়ানোর চেষ্টা করে। তখন তারা পাশের ট্র্যাকে ভুবনেশ্বর-সিএসটি মুম্বই কোনার্ক এক্সপ্রেসের নিচে চলে আসে।’ তিনি জানান, ঘটনাস্থলেই পাঁচজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। নিহতদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহগুলিকে একই ট্রেনে শ্রীকাকুলাম রোড স্টেশনে নিয়ে যাওয়া হয় এবং আহতদের হাসপাতালে স্থানান্তরের জন্য রেল কর্তৃপক্ষ একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছিল। ঘটনার বিষয়ে জানার পর, শ্রীকাকুলাম জেলা কালেক্টর শ্রীকেশ বি লাঠকর স্থানীয় রাজস্ব বিভাগীয় কর্মকর্তা এবং তহসিলদারকে উদ্ধার অভিযান তদারকি করতে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন। এদিকে শ্রীকাকুলাম ট্রেন দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি। তিনি জেলা কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন এবং আহতদের সম্ভাব্য সর্বোত্তম চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি আশ্বস্ত করেন যে সরকার হতাহতদের পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.