২০২৪ T20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে কি খেলবেন ভারতের প্রাক্তন Under-19 ক্যাপ্টেন!

ভারতের বিরুদ্ধেই কি এবার খেলতে নামবেন ভারতের প্রাক্তন ক্যাপ্টেন! প্রশ্নটা উঠতে শুরু করছে। ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। দুই দলই এখন আয়োজক হিসেবে এই টুর্নামেন্টের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করেছে। রবিবার দুবাইয়ে আইসিসির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমবারের মতো ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ২০টি দল অংশগ্রহণ করবে। আইসিসি এ তথ্য জানিয়েছে। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে আমেরিকার দল। এরপরেই প্রশ্ন উঠেছে তাহলে কি ভারতের বিরুদ্ধেই খেলতে দেখা যাবে ভারতের অনু্র্ধ্ব ১৯ এর প্রাক্তন অধিনায়ক উন্মুক্ত চাঁদকে। সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে।

এক সময়ে ভারতীয় ক্রিকেটের পরবর্তী প্রজন্মের তারকাদের মধ্যে গন্য করা হত উন্মুক্ত চাঁদকে। ভারতীয় জাতীয় দলের ভবিষৎ বলা হত তাঁকে। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও জ্বলে উঠে ট্রফি তুলেছিলেন। তবে ধারাবাহিকতার অভাবে ধীরে ধীরে পিছনের সারিতে সরে যান তিনি। ভাগ্য সহায় হয়নি, তাই মাত্র ২৮ বছর বয়সেই ভারতীয় ক্রিকেট তথা বিসিসিআইকে বিদায় জানিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন উন্মুক্ত।

২০১২ সালে ভারতের জার্সিতে অনুর্ধ্ব ১৯ দলের হয়ে দুরন্ত খেলেছিলেন উন্মুক্ত। তারপর থেকে ভারতীয় দলে সেভাবে সুযোগ না পেয়ে হতাশ হয়ে গিয়েছিলেন। কিছুদিন আগেই ভারতের হয়ে ক্রিকেট খেলা থেকে অবসর ঘোষণা করেছিলেন। এরপরেই তিনি পাড়ি দিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে। সেখানে যুক্ত হয়েছিলেন মাইনর লিগ ক্রিকেটে। এরপরেই আমেরিকার হয়ে খেলতে দেখা যায় তাঁকে। রবিবার আইসিসি যখন সিদ্ধান্ত নিয়েছে যে ২০২৪ বিশ্বকাপ খেলবে আমেরিকা তখন থেকে সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, তারা বলছেন তাহলে কিউন্মুক্ত চাঁদকে ভারতের বিরুদ্ধে খেলতে দেখা যাবে। যদিও এখনই এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.