ফের নাবালিকাকে ধর্ষণের ঘটনা ঘটল বাংলায়। মাটিয়া, হাঁসখালির পর এবার ভাঙড়। টিউশন সেরে সাইকেলে বাড়ি ফিরছিল ১১ বছরের নাবালিকা। অভিযোগ, সেই সময় তাকে তুলে নিয়ে গিয়ে রাস্তার পাশের করমচা ঝোপে ধর্ষণ করে রাকিবুল মোল্লা। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
ধর্ষিতা নাবালিকা ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। ভাঙড়ের ২ নম্বর ব্লকের কাশীপুর থানার অন্তর্গত বেলেদানা এলাকায় তার বাড়ি। রবিবার বেলদানাতেই কোচিং পড়তে গিয়েছিল সে। টিউশন সেরে বাড়ি ফিরছিল সাইকেলে। তখনই তার পথ আটকায় রাকিবুল। তার বাড়ি উত্তর কচুয়া এলাকায়।
জানা গেছে, ওই নাবালিকাকে জোর করে সাইকেল থেকে টেনে নামায় রাকিবুল। তাকে বাধা দিলে মারধরও করে। তারপর টেনে নিয়ে যায় রাস্তার পাশের করমচা ঝোপে। সেখানেই ওই নাবালিকাকে ধর্ষণ করে রাকিবুল।
বাড়ি ফিরে ঘটনার কথা পরিবারকে জানায় নির্যাতিতা। সঙ্গে সঙ্গে অভিযোগ জানানো হয় কাশীপুর থানায়। রাতেই অভিযুক্ত রাকিবুল মোল্লাকে গাবতলা খালপাড় থেকে গ্রেফতার করে পুলিশ।

