হাঁসখালি গণধর্ষণ ও হত্যাকাণ্ডের মামলাকে কেন্দ্র করে শাসকদলকে লক্ষ্য করে শুরু হয় নিন্দার ঝড়। এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা মন্তব্য করলেন, সেই মন্তব্যকে কেন্দ্র করে আবার বিতর্কের ঝড় উঠল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাঁসখালি গণধর্ষণ ও হত্যাকাণ্ড মামলাকে কেন্দ্র বলেন, “মেয়েটি মারা গিয়েছে ৫ তারিখ। অভিযোগ দায়ের হয়েছে ১০ তারিখে। কেন আগে অভিযোগ দায়ের করলেন না। কেন বডিটা পুড়িয়ে দিলেন। আমি সবটা না জেনেই বলছি— আসলে রেপ হয়েছে, না প্রেগন্ট্যান্ট ছিল, নাকি অন্য কোনও কারণ ছিল, নাকি কেউ ধরে ধরে চড় মেরেছে, বা শরীরটা খারাপ হয়েছে? লাভ অ্যাফেয়ার্স তো ছিলই, বাড়ির লোকেরা তা জানত, পাড়ার লোকেরাও তো জানত”।
তিনি নিজের মন্তব্যের প্রসঙ্গ তোলেন উত্তরপ্রদেশেরও। তিনি বলেন, “এখন যদি কোনও ছেলেমেয়ে প্রেম করে, আমি কি তাদের আটকাব? এটা কি উত্তরপ্রদেশ, যে লাভ জেহাদকে আটকানো হবে!” উল্লেখ্য, এই ঘটনাকে কেন্দ্র করে মৃতের পরিবার চাইল্ডলাইনের সহযোগিতা নিয়ে শনিবারে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এরপরেই, অভিযুক্ত ব্রজগোপালের বিরুদ্ধে হাঁসখালির ঘটনা প্রকাশ্যে আসে এবং তোলপাড় হয় সারা রাজ্য।
2022-04-12