গ্রুপ ডি দুর্নীতি মামলায় আদালতে তদন্ত রিপোর্ট পেশ করল বিচারপতি রঞ্জিতকুমার বাগের কমিটি। সোমবার কলকাতা হাইকোর্টে পেশ করা রিপোর্টে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গঠন করা উপদেষ্টা কমিটি বেআইনি বলে জানানো হয়েছে। সঙ্গে এই দুর্নীতিতে কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও শান্তিপ্রসাদ সিনহা সরাসরি যুক্ত বলে জানিয়েছে তদন্ত কমিটি।
তদন্ত কমিটির তরফে জানানো হয়েছে, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অনুমোদন নিয়ে গঠিত ৫ সদস্যের উপদেষ্টা কমিটি বেআইনি। এই কমিটির সদস্য কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও শান্তিপ্রসাদ সিনহা সরাসরি দুর্নীতিতে যুক্ত। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ১২০বি ধারায় অবিলম্বে FIR দায়ের করা উচিত। এছাড়া সমরজিৎ আচার্য, সৌমিত্র সরকার, অলোক কুমার সাহার বিরুদ্ধেও FIR হওয়া উচিত।
তদন্ত রিপোর্টে জানানো হয়েছে, কমিটির একাধিক সদস্য ভুয়ো নথি তৈরিতে যুক্ত। তারা মোট ৬০৯টি সুুপারিশপত্র দিয়েছিলেন। তার হিসাব রাখার জন্য আলাদা রেজিস্টার খাতা তৈরি করা হয়েছিল। এছাড়া SSC-র ৫ অধিকর্তার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের সুপারিশ করেছে তদন্তকমিটি। এই কমিটির সঙ্গে রাজ্য সরকারের কোনও যোগাযোগ রয়েছে বলে মনে হচ্ছে না বলে জানানো হয়েছে রিপোর্টে।
আদালতে জমা পড়া এই রিপোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের ওপর চাপ আরও বাড়ল বলে মনে করছেন আইনজ্ঞরা।