জ্বালানি তেল থেকে শুরু করে ভোজ্য তেলের দাম চড়চড় করে বেড়েছে। তবে এবারে বেশ কিছুটা সস্তা হয়েছে তেল ও তৈলবীজের দাম দিল্লির বাজারে। জানা গিয়েছে, ভোজ্য তেলের চাহিদা ঘরোয়া বাজারে কিছুটা কম হওয়ার কারণে সরষের তেলের দাম কমেছে। ওদিকে, শিকাগো এক্সচেঞ্জে উন্নতি লক্ষ্য করা গিয়েছে তিন শতাংশ। দাম কমে গিয়েছে সোয়াবিন তেলেরও। তবে পুরনো দামেই আটকে রয়েছে বাদাম তেল।
জানা গিয়েছে, শিকাগো এক্সচেঞ্জে সয়াবিন তেলের দাম বৃদ্ধি পেয়েছে টন প্রতি ৪৬ ডলার ৩৫০ টাকা কুইন্টাল প্রতি হয়েছে। চাহিদা কম থাকার কারণে ঘরোয়া বাজারে দাম বৃদ্ধি পেয়েছে ১০০ থেকে ১৫০ টাকা। আসুন আজকের প্রতিবেদনে দেখে নেওয়া যাক দামের তালিকা।
সরষে তেলের দাম প্রতি কুইন্টালে হয়েছে ৭, ৪৫০-৭, ৪৫০ টাকা, ৪২ শতাংশ। বাদামের দাম দাঁড়িয়েছে ৬, ৭২৫-৬, ৮২০ টাকা কুইন্টাল। এদিকে, ১৫, ৫০০ টাকা হয়েছে বাদাম তেল মিল থেকে ডেলিভারির জন্য। বাদাম সলভেন্ট রিফাইন তেলের দাম টিন প্রতি হয়েছে ২, ৫৭০-২, ৭৬০ টাকা। এদিকে, সরষের তেলের দাম (দাদরি) প্রতি কুইন্টাল ১৪, ৫৮০ টাকা। অন্যদিকে, কাচ্চি ঘানি সরষে তেলের দাম এক টিন প্রতি হয়েছে ২, ৪০০-২, ৫০০ টাকা। তেলের মিল ডেলিভারির জন্য দাম হয়েছে ১৭, ০০০-১৮৫০০ টাকা কুইন্টাল প্রতি। ওদিকে, সোয়াবিন তেল ডেলিভারি দিল্লিতে কুইন্টাল প্রতি ১৬, ০০০ টাকা। সয়াবিন তেলের দাম ডেলিভারি (ইনদওর) ১৫, ৭০০ টাকা।
2022-04-11