এসএসসি দুর্নীতি মামলাকে কেন্দ্র করে তোলপাড় সারা রাজ্য এবং বেশ অস্বস্তিতে শাসকদল। এমনিতেই, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছেন স্বয়ং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষই। এর উপরে আবার আদালতের তরফে পার্থর নির্দেশে তৈরি উপদেষ্টা কমিটিকে বেআইনি ঘোষণা করে দেওয়া হল।
কলকাতা হাইকোর্টে প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন তদন্ত কমিটি এবার পার্থর নির্দেশে তৈরি উপদেষ্টা কমিটিকে কেন্দ্র করে রিপোর্ট জমা দিল। এই রিপোর্টে জানানো হয়েছে যে, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে তৈরি উপদেষ্টা কমিটি বেআইনি ছিল। তাঁদের দাবি, আইনের দৃষ্টিতে ওই কমিটির মান্যতা পাওয়ার অধিকার নেই।
রিপোর্টে তদন্ত কমিটির তরফে জানানো করা হয় যে, প্যানেলটির সময়সীমা যেখানে ২০১৯ সালের ৪মে তারিখে পার হয়ে গেছিল, সেখানের এরপরেও কী করে প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্য ভুয়ো নিয়োগের সুপারিশ তৈরি করেন, তাও আবার শান্তিপ্রসাদ সিনহা, সৌমিত্র সরকার, অশোককুমার সাহা এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে। এই কমিটির অধীনে ৬০৯ জন অযোগ্য প্রার্থী চাকরি পান, এটা জানার পরেও যে, তাঁরা যোগ্য বিবেচিত হননি। এই পরিস্থিতিতে সেই কমিটি প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি কেন, প্রশ্ন তদন্ত কমিটির।
2022-04-11