পাকিস্তান ভারতের পাশাপাশি অন্যান্য বিভিন্ন দেশেই ‘শত্রু দেশ’ হিসেবে পরিচিত। আবার অনেকে সন্ত্রাসবাদীদের দেশ হিসেবেও আখ্যা দেয়। পাকিস্তানে হিন্দুরা সংখ্যালঘু। কিন্তু তা সত্বেও সেখানে এমন এক হিন্দু পরিবার রয়েছে, যাদের নাম শুনলে পাক সরকারের বুক কেঁপে ওঠে। পাকিস্তানে এক রাজপুত্র রাজার পরিবার রয়েছে, যাদেরকে গোটা পাকিস্তান সমীহ করে চলে।
দেশভাগের সময় রাজপুতদের দখলে থাকা কিছু অংশ অন্তর্ভুক্ত হয়ে যায় পাকিস্তানে। এবারে রাজ্যগুলির সঙ্গে সঙ্গে সেখানকার রাজপুত্র সেই দেশে থেকে যায়। এমন একটি রাজ্য হল পাকিস্তানের অমরকোট। এই রাজ্যের রাজা হলেন রাজা কর্নি সিং যোধা। তার প্রভাব গোটা পাকিস্তান জুড়ে আছে। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, যেখানে হিন্দুরা প্রতিনিয়ত হামলার শিকার হয় সেই পাকিস্তানে এই রাজপুত পরিবার কিভাবে এতটা প্রভাব রেখে চলছেন। তবে এর পিছনে রয়েছে এক ইতিহাস।
কর্নি সিংয়ের বাবা হামির সিং ছিলেন পাকিস্তানের প্রতিষ্ঠিত সুপরিচিত এক ব্যক্তি। এর মূল কারণ হল, হামির সিংয়ের বাবা ছিলেন রাণা চন্দ্র সিং। এই রাণা চন্দ্র সিং ছিলেন অমরকোটে রাজপরিবারের অন্যতম এক অভিভাবক। সেই সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টোর বন্ধু ছিলেন। সেই কারণে রাণা চন্দ্র সিং অংশগ্রহণ করেছিলেন সক্রিয় রাজনীতিতে। জানা যায়, রাণা চন্দ্র পরপর সাতবার নিযুক্ত হয়েছিলেন সাংসদ রূপে। এরপর রাণা চন্দ্র পাকিস্তান পিপলস পার্টি থেকে সরে গিয়ে নিজস্ব আলাদা দল গঠন করেন। সেই দলের নাম দেন পাকিস্তান হিন্দু পার্টি। পতাকার রং ছিল গেরুয়া। তাতে লেখা থাকত ওম। প্রতীক থাকত ত্রিশূলের। এই সমস্ত কারণের জন্যই এখনও পাকিস্তান সরকার রাণা চন্দ্র সিংয়ের পরিবারকে সম্মান দিয়ে চলে।