টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ বিস্ফোরক মন্তব্য করলেন। তার কথায়, তিনি বিজেপি করছেন বলেই ইন্ডাস্ট্রিতে তাকে কেউ কাজ দিচ্ছে না। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, তার হাতে বিগত দেড় বছর ধরে কোন সিনেমা বা সিরিয়ালের কাজ নেই। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বিস্তারিতভাবে বলেন, ”যদি রুজি-রুটির জায়গাটা বন্ধ করে দেওয়া হয় বিরোধী রাজনীতি করার অপরাধে কায়দা করে, তখন তো মানুষকে ভাবতেই হবে। প্রিয় কাজটিকে আগলে রাখার জন্য রাজনীতি থেকে তাঁকে অব্যাহতি নিতেই হবে।”
টলিউডে কাজ করাকে ঘিরে অভিনেতা আরও বলেছেন যে, পশ্চিমবঙ্গে একটা সময় তিনি বেশ জনপ্রিয় অভিনেতা ও শিল্পী ছিলেন। কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার পর সব কিছুই পরিবর্তন হয়ে গিয়েছ। কারণ, আগে জনপ্রিয় শিল্পী হিসেবে যে পরিমাণ কাজ তিনি পেতেন এখন তার একটুও পান না বলে অভিযোগ করেছেন রুদ্রনীল। অভিনেতা বলেন, ”পরিচালক-প্রযোজক বন্ধুরা, যাঁদের মধ্যে কেউ কেউ আবার শাসকদলের ঘনিষ্ঠ। তাঁরা পরিষ্কার করে বলেছেন বিজেপিটা ছেড়ে দে, নইলে তোকে কাজে নিতে অসুবিধা হচ্ছে।”
ক্ষোভ উগরে রুদ্রনীল ঘোষ জানিয়েছেন, এখন শুধুই শাসকদলের ঘনিষ্ঠতারা কাজ পাবেন। তারা অনুষ্ঠান থেকে শুরু করে মাচা, ছবি সবই করবেন। কিন্তু শাসকদলের দোষ, ভুল ইত্যাদিকে ঘিরে কোন মন্তব্য করলেই কায়দা করে কাজ কমিয়ে দেওয়া হবে। এবারে পেটে টান পড়লে সকলেই চুপ হয়ে যায়। আগে পশ্চিমবঙ্গে এমন সংস্কৃতি ছিল না। সম্প্রতি, রুদ্রনীল ঘোষ অভিনীত ছবি মুক্তি পেয়েছে ‘আবার বছর কুড়ি পরে’ ও ‘স্বস্তিক সংকেত’।
আরো পড়ুন : অগ্নিমিত্রা পালের জন্য ভোট চাইলেন মিঠুন চক্রবর্তী, তুমুল কটাক্ষ কুণালের
এই দুটো ছবিতেই রুদ্রনীল ঘোষ যথেষ্ট গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এরপর চলতি মাসেই মুক্তি পাবে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘অভিযান’। তবে এই ছবিগুলির প্রসঙ্গে অভিনেতা বলেছেন, এই সমস্ত ছবির শুটিং তিনি করেছেন গত তিন বছর আগে। শেষ দুই বছর ধরে তার হাতে কোন কাজ নেই।
2022-04-11