মগরাহাট জোড়া খুন মামলায় অভিযুক্ত হল গ্রেফতার। জানে আলমকে এই মামলায় অভিযুক্তরূপে চিহ্নিত করা হয়েছিল। এই অভিযুক্তই এবার গ্রেফতার হল টালিগঞ্জ থেকে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় হানা দেয় ও অভিযুক্তকে গ্রেফতার করে।জানে আলমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, এই ব্যক্তি শনিবার সকালে বরুণ চট্টোপাধ্যায় ও মলয় মাখাল নামক দুই ব্যক্তিকে নিজের সার কারখানায় ডেকে নিয়ে যায় এবং সেখানে তাঁদেরকে আগে গুলি করে, তারপর তাঁদেরকে কুপিয়ে খুন করে। খুন করার পরেই সে এলাকা থেকে পালিয়ে যায় বলে দাবি।এদিকে, ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় মগরাহাটে। এই ঘটনায় তদন্ত শুরু করে পুলিশও। তদন্তে নেমে জেরা করা হয় জানে আলমের বাড়ির সদস্যদেরকেও। এইসবেরই মাঝে স্থানীয় পুলিশ খবর পায় যে, জোড়া খুনে অভিযুক্ত জানে আলমকে টালিগঞ্জে দেখা গেছে, এরপরেই দেরি না করে পুলিশ হানা দেয় এলাকায় এবং অভিযুক্ত যখন টালিগঞ্জ থেকে পালানোর চেষ্টা করে, গ্রেফতার করে নেয় তাকে।
2022-04-11