দেশজুড়ে বুস্টার ডোজ শুরু হবার প্রায় সঙ্গে সঙ্গেই কমানো হল করোনার দুই টিকার দাম। জানা গিয়েছে, দুই টিকার প্রস্তুতকারক সংস্থা কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে দাম কমিয়েছে, সাধারণ মানুষের সুবিধার্থে। অন্যদিকে বুস্টার ডোজ বিনামূল্যে দেওয়া হবে না বলেই জানা গিয়েছে। যেকোন বেসরকারি টিকাকেন্দ্র থেকে বুস্টার ডোজ কিনে নিতে হবে। তবে করোনার দুই টিকার দাম অর্ধেকেরও বেশি কমিয়ে দিয়েছে দুই সংস্থা।
এতদিন ধরে যেকোন বেসরকারি সংস্থায় ৬০০ টাকার বিনিময়ে পাওয়া যেত কোভিশিল্ড। এবারে কোভিশিল্ড পাওয়া যাবে মাত্র ২২৫ টাকায়। অন্যদিকে, ১, ২০০ টাকায় পাওয়া যেত কোভ্যাক্সিনের টিকা। সেটিরও দাম কমিয়ে ফেলা হল। জানা গিয়েছে, কোভ্যাক্সিনের টিকাও পাওয়া যাবে ২২৫ টাকায়। দাম কমানোর প্রসঙ্গে প্রস্তুতকারক সংস্থারা টুইট করে সে কথা জানিয়েছেন সাধারণ মানুষকে।
টুইটারে কোভিশিল্ড প্রস্তুতকারক সংস্থা সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনা ওয়ালা বলেন, ”আমরা কোভিশিল্ডের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছি। সব বেসরকারি হাসপাতালে টিকা প্রতি কোভিশিল্ড ৬০০ টাকার পরিবর্তে মিলবে ২২৫। ১৮ -ঊর্ধ্বদের সবার জন্য বুস্টার ডোজ দেওয়া নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।” অন্যদিকে কোভ্যাক্সিন প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেকের সহ-প্রতিষ্ঠাতা সুচিত্রা এলিয়া টুইট করে লেখেন, ”কেন্দ্রের সঙ্গে আলোচনার পর কোভ্যাক্সিনের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছি।”
2022-04-10