রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ এখনও সমান তালে হচ্ছে। প্রায় দেড় মাস অতিক্রান্ত, তবুও রুশ বাহিনী যুদ্ধ চালিয়ে যাচ্ছে। রুশ সেনারা ইউক্রেনের একাধিক জায়গায় নিজেদের স্থাপত্য বিস্তার করেছে। অভিযোগ উঠেছে, রুশ সেনারা সেই দেশের সাধারণ মানুষকেও ধরে ধরে খুন করছে। বাদ যায়নি রাস্তার কুকুরও। ইউক্রেনের রাজধানীতেও যুদ্ধ কম কিছু হয়নি। কিন্তু তা সত্বেও কিভকে কিছুতেই আয়ত্তে আনতে পারছে না পুতিন। বারবার ব্যর্থ হয়েছে পুতিনের সেনাবাহিনী।
অবশেষে, রাশিয়ার প্রেসিডেন্ট বাধ্য হয়ে কমান্ডার পরিবর্তন করলেন। সূত্রের খবর, নতুন আর্মি জেনারেল হয়েছেন আলেকজান্ডার দর্নিকভ। এই সেনা আধিকারিকের ওপর পুতিন দায়িত্ব দিয়েছে, কিভ দখল করার। এর আগে আলেকজান্ডার রাশিয়ার দক্ষিণাঞ্চলের দায়িত্বে ছিলেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রাশিয়ার বিজয় দিবসের আগেই পুতিন চায় ইউক্রেনের বেশ কিছু জায়গায় জয় হাসিল করে ফেলতে। যার মধ্যে রয়েছে ইউক্রেনের রাজধানী কিভ শহর। প্রসঙ্গত, রাশিয়ার বিজয় দিবস পালিত হয় ৯ ই মে।
উল্লেখ্য, রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের জয় হিসেবে এই দিনটিকে বিজয় দিবস হিসেবে উদযাপিত করে থাকে। এবারে রাশিয়া চলতি বছরেও সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে আরও একটি যুদ্ধ জয়ের লক্ষ্য নিচ্ছে। ওদিকে, ব্রিটেনের গোয়েন্দা সংস্থা সূত্র মারফত জানা গিয়েছে, রাশিয়া আচমকা সৈন্যসংখ্যা অনেকটাই কমিয়ে এনেছে ইউক্রেনের উত্তরাংশ থেকে। এদিকে, ইউক্রেনের বায়ুসেনার দাবি তারা রাশিয়ার ১৩টি যুদ্ধবিমান ধ্বংস করে দিয়েছে শনিবার।
2022-04-10