বেরিয়ে ছিল স্কুল যাওয়ার জন্য। কিন্তু, এই যাত্রাই যে তার শেষ যাত্রা হবে, কেই বা জানতো! এক কিশোরী স্কুল যাওয়ার সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণে মারা গেল। জানা গেছে, রাস্তায় খোলা তার পড়ে থাকার কারণেই কিশোরী বিদ্যুৎস্পৃষ্ট হয় ও মারা যায়।
ঘটনাটি ঘটে চলতি সপ্তাহে শনিবারে, জলপাইগুড়ির মাল বাজার মহকুমার সাইলি চা বাগান এলাকার। এই এলাকার বাসিন্দা দুর্ঘটনার শিকার হওয়া প্রিয়া টোপ্পা নামক এক ছাত্রী। ১০ বছর বয়সী এই ছাত্রী আর পাঁচটা দিনের মতোই স্কুলের জন্য রওনা দিয়েছিল। স্কুল যাওয়ার পথেই রাস্তার ধারে জমা জলে পা দেয় ও ছাত্রীটি মারা যায়।
উল্লেখ্য, রাস্তায় জমে থাকা জলেই বিদ্যুতের একটি তার পড়েছিল। ছাত্রীটির নজরে সেটি পড়েনি। অজ্ঞাতবশত, প্রিয়া সেই জলে পা দেয় ও হঠাৎ কেঁপে ওঠে। এরপরেই, মুহূর্তের মধ্যে প্রিয়া সেই কাদাজলে লুটিয়ে পড়ে যায়। ঘটনা জানাজানি হতেই, স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছায় ও বিক্ষোভ প্রদর্শন শুরু করে। তাঁরা প্রশ্ন তোলেন প্রশাসনের নীরবতা নিয়ে। তাঁরা এও জানান যে, পড়ে থাকা বিদ্যুতের তারের ব্যাপারে অনেকদিন আগেই বিদ্যুৎ দফতরে জানিয়েছিলেন, কিন্তু, সেইরকম কোনো সাড়া পাওয়া যায়নি।
2022-04-10