আজ একটি মর্মান্তিক খবর টিভিতে শুনলাম। শাসক দলের নেতার এক ছেলের জন্মদিনে এক নাবালিকা কে আমন্ত্রণ জানানো হয়েছিল। নাবালিকা মেয়েটিকে প্রথমে ভুল বুঝিয়ে কোন নেশার ওষুধ খাইয়ে আচ্ছন্ন করা হয়। তার পরে নেতার ছেলে ও তার বন্ধুরা মেয়েটিকে ধর্ষণ করে। গভীর রাত্রে গুরুতর অসুস্থ অবস্থাতে একজন মহিলা ঐ নাবালিকা কে তার বাড়িতে পৌঁছে দেন এবং হুমকি দেন যে কিছু জানাজানি হলে ফল হবে খুব ভয়ংকর। মধ্য রাতে নাবালিকা মারা যায়। এর পরে শাসক দলের নেতা কর্মীরা প্রমাণ লোপাটের জন্য নাবালিকার মৃত দেহ অতি দ্রুত দাহ করেন।
আমি যে উদ্দেশ্য পোস্ট টি করছি তা হল ফেসবুকে প্রায় ই ভিডিও দেখি যে বিভিন্ন অনুষ্ঠানে ফুর্তি করার জন্য মেয়েদের আনা হচ্ছে। সেখানে প্রায় সকলেই ছেলে আর একটি বা দুটি মেয়ে। ছেলেগুলি উন্মত্তের মতো মেয়েগুলির উপরে ঝাঁপিয়ে পড়ছে এবং তারপর যা হচ্ছে তা কোন ভাবে ফেসবুকের community standard রক্ষা করে হচ্ছে। ক্যামেরার সামনেই যদি এমন হয়, তাহলে ক্যামেরা অফ হলে কি হতে পারে, নিজেরাই ভেবে দেখুন। একটি ভিডিও তে দেখলাম একটি নৌকোতে একদল ছেলে একটি মেয়েকে নিয়ে উঠে মাঝ নদীতে বিকৃত আনন্দে মেতেছে।
দিন দিন যা অনুভব করছি তা হল, ছেলেদের প্রতি বাড়ীর শাসন, সহবৎ শিক্ষা, লজ্জাবোধ সব ই উঠে গেছে। পুলিশ প্রশাসনের প্রতি ভয় সেটাও এখন অদৃশ্য। ক্ষমতাবানদের মনোভাব হল যা খুশি তাই করব। কেউ আমাদের আটকাতে পারবে না।
বামা ক্ষ্যাপা