পাকিস্তানে শনিবারের মধ্যরাতে ইমরান খান সরকারের পতন ঘটেছে। তারপর থেকেই প্রশ্ন উঠেছে, আগামী দিনে কে হতে চলেছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী? ইতিমধ্যেই, জল্পনায় ভেসে উঠেছে একাধিক নাম। এদিকে, পাক অ্যাসেম্বলি নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করার জন্য অধিবেশন বসাবে আগামী সোমবার।
সেখানেই ঠিক করা হবে, কে হবেন পরবর্তী পাক প্রধানমন্ত্রী। সূত্রের খবর, আগামী ১১ ই এপ্রিল দুপুর দুটো নাগাদ অধিবেশন বসবে। সেখানেই ঠিক করা হবে নতুন প্রধানমন্ত্রীর নাম। পাক অ্যাসেম্বলি অধিবেশনে সভাপতিত্ব করা পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের আয়াজ সিদিক বলেন, প্রধানমন্ত্রীর জন্য মনোনয়নপত্র জমা দিতে হবে রবিবার দুপুর দুটোর মধ্যে। এরপর স্ক্রুটিনি শুরু করা হবে দুপুর তিনটে নাগাদ।
তবে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী হবার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন পাকিস্তানের বিরোধী দলনেতা শাহবাজ শরিফ। মনে করা হচ্ছে, আগামী দিনে প্রধানমন্ত্রীর চেয়ারে তার বসার সম্ভাবনা রয়েছে বেশি। ভোটাভুটির ফলে ইমরান খান সরকারের পতন ঘটলে, বিরোধী পক্ষ শাহবাজ শরিফকে অভিনন্দন জানায়।
2022-04-10