‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার বিষয়বস্তু নিয়ে বড়সড় অস্বস্তিতে পড়েছে বলিউড। এ ব্যাপারে কোনও সন্দেহ নেই। কিন্তু এই সিনেমাকে আর উপেক্ষাও করতে পারছে না বলি টাউনের কেষ্ট-বিষ্টুরা। করণ জোহরের সাম্প্রতিক মন্তব্য এটাই প্রমাণ করল। তিনি বলেছেন, ‘কাশ্মীর ফাইলস আর নিছক সিনেমা নেই, এটা এখন জন আন্দোলনের রূপ নিয়েছে’।
এই সিনেমা নিয়ে প্রথম দিকে অক্ষয় কুমার, কঙ্গনা রানাওয়াত, ইয়ামি গৌতমের মতো দুএকজন ছাড়া বলিউড থেকে কোনো প্রতিক্রিয়াই পাওয়া যায়নি। মেন স্ট্রিম মিডিয়াও চুপ থেকেছে। কিন্তু প্রতিক্রিয়া দেখিয়েছেন সাধারণ মানুষ। সোশ্যাল মিডিয়ায় লাগাতার ক্যাম্পেন করেছেন তাঁরা। কেন হলের সামনে পোস্টার নেই সেই নিয়ে হল মালিকের সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন। এমনকী যাদের হলে গিয়ে সিনেমা দেখার সঙ্গতি নেই তাঁদের মধ্যে টিকিট বিলিও করা হয়েছে। আর এ সবই করেছে আমজনতা।
সাক্ষাৎকারে এই প্রসঙ্গটাই তুলে এনেছেন করণ জোহর। তিনি বলেছেন, ‘তোমাকে এটা মানতেই হবে ছবিতে এমন কিছু আছে যার সঙ্গে গোটা দশের মানুষ কানেক্ট করেছে। সেটা জানার জন্যও তোমাকে সিনেমাটা দেখতে হবে। এটা আর নিছক সিনেমা নেই, জন আন্দোলনের রূপ নিয়েছে’। সঙ্গে তিনি যোগ করেন, ‘আমি বক্স অফিস ইন্ডিয়ার একটা রিপোর্টে পড়লাম ১৯৭৫ সালের জয় সন্তোষী মা-র পর এত বড় মুভমেন্ট আর হয়নি।’
কাশ্মীর ফাইলসের ব্যবসায়িক সাফল্য দেখেও চমকে গিয়েছেন করণ, তাঁর কথায়, ‘ছবিটি হয়তো আর পাঁচটা সিনেমার মতো অনেক বাজেট নিয়ে বনানো হয়নি। কিন্তু কস্ট-টু-প্রফিট-এর হিসেবে এটা ভারতের ইতিহাসে অন্যতম লাভজনক সিনেমা হিসেবে বিবেচিত হবে’। প্রসঙ্গত বলিউড থেকে কোনো প্রতিক্রিয়া না আসায় ব্যঙ্গ করেছিলেন কঙ্গনা রানাওয়াত। কিন্তু সিনেমা সাফল্যের মুখ দেখতেই সেই চুপ থাকা মুখগুলোই ধীরে ধীরে সরব হচ্ছে।