এবার বন্দিগৃহে মন্দিরাও পাবে মানসিক শান্তি, যোগী রাজ্যে তৈরি হল এমনই বিধান। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশেই এই নিয়ম কার্যকরী হতে চলেছে ওই রাজ্যে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, এবার থেকে জেলে বাজবে ‘মহামৃত্যুঞ্জয়’ ও ‘গায়ত্রী মন্ত্র’।
উত্তরপ্রদেশ সরকারের তরফে ঘোষণাটি জানানো হয় শুক্রবারে। উত্তরপ্রদেশের কারামন্ত্রী ধরমবীর প্রজাপতি এই প্রসঙ্গে ইতিমধ্যে জেল প্রশাসনের কাছে বিজ্ঞপ্তিও পাঠিয়ে দিয়েছে। ‘মহামৃত্যুঞ্জয়’ ও ‘গায়ত্রী মন্ত্র’ এই দুই মন্ত্র শোনা যাবে প্রতিদিন সকালে প্রার্থনার পরে। যোগী সরকারের দাবি, এই দুই মন্ত্র জেলে শোনানোর ফলে জেল বন্দিদের মানসিক শান্তি বজায় থাকবে এবং জেলের পরিবেশও ভালো থাকবে।
এই প্রসঙ্গে ধরমবীর প্রজাপতি জানান, “ভারতের মানুষ ঈশ্বরে বিশ্বাস করেন। আমি মনে করি মন্ত্র, প্রার্থনা এসবের মাধ্যমে পরিবেশ শান্ত থাকে। আমাদের সরকার মনে করে, এই ধরণের ভারতীয় চিরন্তন ধারার মন্ত্র শুনে উপকৃত হবেন বন্দিরা। তাঁদের মানসিক উৎকর্ষতা বাড়বে এবং যে ভুল করে তারা সংশোধনাগারে এসেছেন, সেই ভুল উপলব্ধি করতে পারবেন। আমরা চাই বন্দিদের ভাল মানুষ করে তুলতে”।
2022-04-10