জরিমানা আদায়ের রেকর্ড টিকিট চেকারের! এক বছরে টাকার অঙ্ক শুনলে কপালে চোখ উঠবে

1/7এক বছরে ১.১১ কোটি টাকা জরিমানা আদায় করলেন এক টিকিট পরীক্ষক। রেকর্ড স্থাপন করলেন বিহারের টিকিট সংগ্রাহক শশী কুমার। ফাইল ছবি: ভারতীয় রেল (Indian railways)

ভারতীয় রেলের পাঁচটি জোনে সেরা রাজস্ব আদায়কারীর স্থান পেয়েছেন শশী কুমার। দানাপুর, পাটনা, বক্সার এবং মুঘলসরাই (বর্তমানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন) স্টেশনে বিনা টিকিট ভ্রমণকারী প্রায় ১৬ হাজার যাত্রীকে ধরেন তিনি। তাঁদের থেকে নিয়মমাফিক জরিমানা আদায় করেন তিনি। ফাইল ছবি: ভারতীয় রেল (Indian rail)
2/7ভারতীয় রেলের পাঁচটি জোনে সেরা রাজস্ব আদায়কারীর স্থান পেয়েছেন শশী কুমার। দানাপুর, পাটনা, বক্সার এবং মুঘলসরাই (বর্তমানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন) স্টেশনে বিনা টিকিট ভ্রমণকারী প্রায় ১৬ হাজার যাত্রীকে ধরেন তিনি। তাঁদের থেকে নিয়মমাফিক জরিমানা আদায় করেন তিনি। ফাইল ছবি: ভারতীয় রেল (Indian rail)
তাঁর কাজে মুগ্ধ পূর্ব মধ্য রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্বীকৃতি হিসাবে শশী কুমারের হাতে বিশেষ সার্টিফিকেট তুলে দেন তাঁরা। পূর্ব মধ্য রেলওয়ের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজারের চিঠিও পেয়েছেন তিনি। বিশেষ সার্টিফিকেট অব মেরিট দিয়েছেন পাটনার স্টেশন মাস্টারও।  ফাইল ছবি : পিটিআই  (PTI)
3/7তাঁর কাজে মুগ্ধ পূর্ব মধ্য রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্বীকৃতি হিসাবে শশী কুমারের হাতে বিশেষ সার্টিফিকেট তুলে দেন তাঁরা। পূর্ব মধ্য রেলওয়ের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজারের চিঠিও পেয়েছেন তিনি। বিশেষ সার্টিফিকেট অব মেরিট দিয়েছেন পাটনার স্টেশন মাস্টারও।  ফাইল ছবি : পিটিআই  (PTI)
শশী কুমার যে খুব অভিজ্ঞ, এমনটা ভাবলে ভুল করবেন। মাত্র ৪ বছর আগেই রেলে যোগ দিয়েছিলেন তিনি। আর তার মধ্যেই নজির সৃষ্টি করেছেন তিনি। টিকিট ছাড়া ভ্রমণের অভ্যাস কতটা বেশি, সেটাও স্পষ্ট তাঁর কাজে।  ফাইল ছবি : এএনআই (L. Anantha Krishnan/ANI)
4/7শশী কুমার যে খুব অভিজ্ঞ, এমনটা ভাবলে ভুল করবেন। মাত্র ৪ বছর আগেই রেলে যোগ দিয়েছিলেন তিনি। আর তার মধ্যেই নজির সৃষ্টি করেছেন তিনি। টিকিট ছাড়া ভ্রমণের অভ্যাস কতটা বেশি, সেটাও স্পষ্ট তাঁর কাজে।  ফাইল ছবি : এএনআই (L. Anantha Krishnan/ANI)
শশী কুমার বলেন, '১.১১ কোটি টাকা জরিমানা আদায় করতে পেরে আনন্দিত। বিনা টিকিট ভ্রমণকারী ১৬ হাজার যাত্রীকে জরিমানা করা হয়েছে।'  প্রতীকী ছবি : হিন্দুস্তান টাইমস (HT_PRINT)
5/7শশী কুমার বলেন, ‘১.১১ কোটি টাকা জরিমানা আদায় করতে পেরে আনন্দিত। বিনা টিকিট ভ্রমণকারী ১৬ হাজার যাত্রীকে জরিমানা করা হয়েছে।’  প্রতীকী ছবি : হিন্দুস্তান টাইমস (HT_PRINT)
কীভাবে এবং কোথায় তিনি এত জরিমানা আদায় করেছেন? উত্তরে তিনি বলেন, 'দানাপুর, পাটনা, বক্সার, মুঘলসরাই স্টেশনে থাকতেন তিনি। যেখানেই পাঠানো হয়েছে, সেখানেই মন দিয়ে আমার কর্তব্য পালন করেছি।'  প্রতীকী ছবি : হিন্দুস্তান টাইমস  (HT_PRINT)
6/7কীভাবে এবং কোথায় তিনি এত জরিমানা আদায় করেছেন? উত্তরে তিনি বলেন, ‘দানাপুর, পাটনা, বক্সার, মুঘলসরাই স্টেশনে থাকতেন তিনি। যেখানেই পাঠানো হয়েছে, সেখানেই মন দিয়ে আমার কর্তব্য পালন করেছি।’  প্রতীকী ছবি : হিন্দুস্তান টাইমস  (HT_PRINT)
তবে এখানেই থামতে নারাজ তিনি। আগামী বছর ২ কোটি টাকা জরিমানা আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছেন তিনি। গত বছর, তিনি প্রতিদিন ৩০ টিরও বেশি ট্রেন চেক করেছেন। গড়ে ৪০ জন যাত্রীকে জরিমানা করেছেন। (ছবি সৌজন্য পিটিআই) (PTI)
7/7তবে এখানেই থামতে নারাজ তিনি। আগামী বছর ২ কোটি টাকা জরিমানা আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছেন তিনি। গত বছর, তিনি প্রতিদিন ৩০ টিরও বেশি ট্রেন চেক করেছেন। গড়ে ৪০ জন যাত্রীকে জরিমানা করেছেন। (ছবি সৌজন্য পিটিআই) (PTI)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.