মাওবাদীদের সুরক্ষা দিতে আদালতকে ব্যবহার করার চেষ্টা হচ্ছে বলে সুপ্রিম কোর্টের কাছে নালিশ করল কেন্দ্রীয় সরকার। যারা এটা করছে তাদের বিরুদ্ধে যথাযথ তদন্তের দাবি করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের দাবি, কিছু ব্যক্তি ও সংগঠন অতি বাম সংগঠনের লোকজনকে আইনী সুরক্ষা দেওয়ার চেষ্টা করছেন। এবার এনিয়ে যে কোনও কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি যেমন সিবিআই, এনআইএকে তদন্ত করার নির্দেশ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছে কেন্দ্রীয় সরকার। মাওবাদীদের আইনী সুরক্ষা দেওয়ার জন্য যারা চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে ধারাবাহিক তদন্তের নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিকে আগামী ২৮শে এপ্রিল বিচারপতি এএম খানউইকারের বেঞ্চ কেন্দ্রের আবেদনকে বিবেচনা করতে পারেন বলে মনে করা হচ্ছে।
এদিকে অ্যাক্টিভিস্ট হিমাংশু কুমার একটি পিটিশন ফাইল করে জানিয়েছিলেন, ২০০৯ সালে ছত্তিশগড় পুলিশ ও কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী ১৭জন আদিবাসীকে দান্তেওয়াড়াতে মেরে ফেলেছিল।একাধিক গ্রামবাসীকেও বিভিন্ন সময়ে অন্যায়ভাবে সিকিউরিটি ফোর্স মেরে ফেলেছে বলেও আদালতের কাছে জানানো হয়েছিল। এনিয়ে সিবিআই তদন্ত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ক্ষতিপূরণের দাবিও তোলা হয়। ১২জন গ্রামবাসী এনিয়ে আদালতের কাছে আবেদন করেছিলেন।
এদিকে এই আবেদনের ভিত্তিতে দেশের শীর্ষ আদালত দিল্লি আদালতকে নির্দেশ দেয় যাতে ওই ১২জন আবেদনকারীর বক্তব্য নথিবদ্ধ করা হয়।তাদের নিরাপত্তার পাশাপাশি তাঁদের যাতে কেউ ভয় না দেখান সেকারণে গোটা পর্ব ভিডিওগ্রাফি করারও নির্দেশ দেওয়া হয়।