7th Pay Commission: সরকারি কর্মচারীদের জন্য ‘ডবল জ্যাকপট’,DA বৃদ্ধিতে বাড়বে TA

1/4বেতনে মহার্ঘ ভাতা (ডিএ) ছাড়াও আরও বেশ কয়েকটি ভাতা দেওয়া হয় কর্মচারীদের। তার মধ্যে একটি হল যাতায়াত ভাতা বা ট্রানসপোর্ট অ্যালাওয়েন্স। সরকারি কর্মচারীদের যাতায়াতের জন্য ভাতা দেওয়া হয়। মহার্ঘ ভাতার মতো এই ভাতাটিও ক্রমাগত সংশোধিত হয়। ডিএ বৃদ্ধির প্রভাব টিএতেও প্রভাব ফেলবে। সম্প্রতি মহার্ঘ ভাতা ৩% বৃদ্ধি করা হয়েছে। এর ফলে টিএ-ও বৃদ্ধি পাবে কর্মচারীদের। (ছবিটি প্রতীকী)

বেতন ম্যাট্রিক্স স্তরের ভিত্তিতে ভ্রমণ ভাতা তিনটি বিভাগে বিভক্ত। শহরের ক্ষেত্রে দুটি ভাগ রয়েছে। শহরের জনসংখ্যার ভিত্তিতে এই শ্রেণিবিন্যাস করা হয়েছে। টিএ গণনার সূত্র হল: মোট পরিবহণ ভাতা = TA + [(TA x DA% )/100] (ছবিটি প্রতীকী)
2/4বেতন ম্যাট্রিক্স স্তরের ভিত্তিতে ভ্রমণ ভাতা তিনটি বিভাগে বিভক্ত। শহরের ক্ষেত্রে দুটি ভাগ রয়েছে। শহরের জনসংখ্যার ভিত্তিতে এই শ্রেণিবিন্যাস করা হয়েছে। টিএ গণনার সূত্র হল: মোট পরিবহণ ভাতা = TA + [(TA x DA% )/100] (ছবিটি প্রতীকী)
মহার্ঘ ভাতা ৩৪ শতাংশ হলে ভ্রমণ ভাতা বাড়তে পারে। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেয়নি সরকার। বর্তমানে TPTA শহরগুলিতে, TPTA লেভেল ১ থেকে ২-এর জন্য ১৩৫০ টাকা, লেভেল ৩ থেকে ৮ কর্মীদের জন্য ৩৬০০ টাকা এবং লেভেল ৯ কর্মীদের জন্য ৭২০০ টাকা৷ (ছবিটি প্রতীকী)
3/4মহার্ঘ ভাতা ৩৪ শতাংশ হলে ভ্রমণ ভাতা বাড়তে পারে। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেয়নি সরকার। বর্তমানে TPTA শহরগুলিতে, TPTA লেভেল ১ থেকে ২-এর জন্য ১৩৫০ টাকা, লেভেল ৩ থেকে ৮ কর্মীদের জন্য ৩৬০০ টাকা এবং লেভেল ৯ কর্মীদের জন্য ৭২০০ টাকা৷ (ছবিটি প্রতীকী)
যে কর্মচারীরা গাড়ির সুবিধা পান, তাদের প্রতি মাসে ১৫,৭৫০ টাকা + ডিএ দেওয়া হয়। বেতন স্তর ১৪ এবং তার উপরের বেতন গ্রেডে কর্মীদের জন্য গাড়ির সুবিধা উপলব্ধ। (ছবিটি প্রতীকী)
4/4যে কর্মচারীরা গাড়ির সুবিধা পান, তাদের প্রতি মাসে ১৫,৭৫০ টাকা + ডিএ দেওয়া হয়। বেতন স্তর ১৪ এবং তার উপরের বেতন গ্রেডে কর্মীদের জন্য গাড়ির সুবিধা উপলব্ধ। (ছবিটি প্রতীকী)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.