দেশজুড়ে বাড়ছে গরম, পাল্লা দিয়ে আগুন জ্বলছে লেবুতেও!

1/5গরমে ক্ষতি লেবু চাষে। উত্পাদিত লেবুও মজে যাচ্ছে অল্প সময়ে। ফলে কমছে জোগান। তার জেরেই দেশজুড়ে বাড়ছে লেবুর দাম। প্রতীকী ছবি: এপি (AP)

আগামী ২ মাস ধরেই লেবুর দাম উর্ধ্বমুখী থাকবে। বর্তমানে, পুনের পাইকারি বাজারে এক-একটি লেবুর দাম ৫টাকা। খুচরো বাজারে গিয়ে সেটারই দাম পিস প্রতি ১০- ১২ টাকা। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (Sanjeev Verma/HT PHOTO)
2/5আগামী ২ মাস ধরেই লেবুর দাম উর্ধ্বমুখী থাকবে। বর্তমানে, পুনের পাইকারি বাজারে এক-একটি লেবুর দাম ৫টাকা। খুচরো বাজারে গিয়ে সেটারই দাম পিস প্রতি ১০- ১২ টাকা। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (Sanjeev Verma/HT PHOTO)
দেশে সবচেয়ে বেশি লেবু অন্ধ্রপ্রদেশে উত্পাদিত হয়। তারপরেই স্থান মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু এবং ওড়িশার। ফাইল ছবি: এএনআই (ANI)
3/5দেশে সবচেয়ে বেশি লেবু অন্ধ্রপ্রদেশে উত্পাদিত হয়। তারপরেই স্থান মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু এবং ওড়িশার। ফাইল ছবি: এএনআই (ANI)
রাজ্যের বাজারেও আগের তুলনায় লেবু সরবরাহ হ্রাস পেয়েছে। ফাইল ছবি: এএনআই (Ashok Munjani/ANI)
4/5রাজ্যের বাজারেও আগের তুলনায় লেবু সরবরাহ হ্রাস পেয়েছে। ফাইল ছবি: এএনআই (Ashok Munjani/ANI)
বৃহস্পতিবার IMD-র জারি করা পূর্বাভাস অনুযায়ী, অন্তত আগামী ৫ দিন দাবদাহ জারি থাকবে।  (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই) (ANI)
5/5বৃহস্পতিবার IMD-র জারি করা পূর্বাভাস অনুযায়ী, অন্তত আগামী ৫ দিন দাবদাহ জারি থাকবে।  (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই) (ANI)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.