IPL 2022: ‘ভালো খেলাটাকে নষ্ট করায় ধন্যবাদ’, কামিন্সের ‘অবাস্তব’ ব্যাটিংয়ে মুগ্ধ শাস্ত্রী

প্যাট কামিন্স যখন ব্যাট হাতে ক্রিজে নামছেন তখন ৪১ বলে কলকাতা নাইটরাইডার্সের প্রয়োজন ৬১ রান। হাতে মাত্র পাঁচ উইকেট। সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতামূলক একটি খেলাকে একা হাতে সহজে জেতালেন কামিন্স। ৬১ রানের মধ্যে ৫৬ রান নিজেই করলেন। খরচ করলেন মাত্র ১৫টি বল। অপরদিকে দাঁড়িয়ে থাকা ভেঙ্কটেশ আইয়ার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখলেন। খেলার চার ওভার বাকি থাকতেই হাসিমুখে সাজঘরে ফেরেন কেকেআর-এর অজি তারকা। কামিন্সের এই ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তাঁর কথায়, এই ইনিংস ‘অবাস্তব’, ‘অদ্ভূত’।

স্টার স্পোর্টসে রবি শাস্ত্রী কামিন্সের এই ইনিংস প্রসঙ্গে বলেন, ‘এটা প্রতিপক্ষ মুম্বইয়ের জন্য খুব একটা তেতো বড়ির মতো খেতে লাগবে। এটা অদ্ভূত। কেউ যেন চকোলেট দিচ্ছে কিন্তু সেটার জন্য ধন্যবাদ বলার আগেই সেই চকোলেট অন্য কারোর মুখে চলে গেল। এটা অবাস্তব। এক ওভারে ৩৫ রান। অনেকদিন হল আমি এরম কোনও ম্যাচ দেখিনি। কামিন্সের ব্যাটিং দেখুন। ওঁ নিজে ৪ ওভারে ৪৯ রান খরচ করে। ওঁ মনে হয় এই ভেবে মাঠে নেমেছিল যে যা রান দিয়েছি, তার থেকে বেশি রান করতে হবে।আজকে ওঁর মিসটাইম হওয়া শটগুলিও মাঠের বাইরে পৌঁছে গিয়েছিল। ক্রিকেটের ভালো খেলাটাকে নষ্ট করার জন্য ধন্যবাদ।’

উল্লেখ্য, গতকাল গতকাল ১৬১ রান তাড়া করতে নেমে ১৩.১ ওভারে ১০১ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল কেকেআর-এর। প্যাট যখন ক্রিজে আসেন, তখন দলের ৪১ বলে প্রয়োজন ৬১ রান। সেখান থেকে কামিন্স ঝড় তোলেন। ১৬তম ওভারেই দলকে জয় এনে দেন কামিন্স। মাত্র ১৫ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন। তাঁর গোটা ইনিংসে ছিল ছ’টি ছক্কা এবং ৪টি বাউন্ডারি। ড্যানিয়েল স্যামসকে এক ওভারে ৩৫ রান মারেন। তাছাড়া টাইমাল মিলস, বুমরাহরাও রেহাই পাননি কামিন্সের মার থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.