আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অশ্রাব্য গালিগালাজ ও চড়ের হুমকির মুখোমুখি হতে হয়েছিল। সেই ভিডিও ভাইরাল হওয়ার পরে ধিক্কার জানাতে শুরু করে রাজ্যবাসী। এই ঘটনাকে কেন্দ্র করে এবার মন্তব্য করলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহম্মদ আলি।
তিনি বলেন, “আমাকে কি মানসিকভাবে সুস্থ মনে হচ্ছে? আমি দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছি। উপাচার্যেরও পদে রয়েছি চার বছর। কিন্তু, এই ধরণের ঘটনা আগে কখনও দেখিনি। এটা বেনজির ঘটনা। একজন ছাত্রের তরফে এই আচরণ, এই ভাষা মেনে নেওয়া যায় না। আমি ঘটনার পর থেকে এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম। আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল”।
তিনি আরও জানান, “আমাকে ব্যক্তিগতভাবে কেউ কিছু জিজ্ঞাসা করেনি। হয়ত সকলেই খুব ব্যস্ত, কিন্তু একবার যদি অন্তত খোঁজ নিতেন…”। উল্লেখ্য, এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারের তরফে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। যদিও, রিপোর্ট জমা দেওয়া শেষ তারিখের উল্লেখ নেই রাজ্য সরকারের নির্দেশে।
2022-04-07