প্রাণের উদ্ভব নিয়ে ক্লাসে পড়াচ্ছিলেন বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডল। কিন্তু তাঁর বক্তব্য কোরান বিরোধী। এই অভিযোগ তুলে গ্রেফতার করা হল শিক্ষককে। ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রাম কুমার উচ্চবিদ্যালয়ে। ওই শিক্ষকের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিদ্যালয়েরই এক শিক্ষক জানিয়েছেন, গত ২০ মার্চ দশম শ্রেণির বিজ্ঞান ক্লাস নিচ্ছিলেন হৃদয়চন্দ্র মণ্ডল। সেখানে একটি বিষয় নিয়ে তাঁর সঙ্গে শিক্ষার্থীদের কয়েকজনের তর্ক বাঁধে। ওই ঘটনার ভিডিও তৈরি করে পড়ুয়াদের কয়েকজন। বিষয়টি প্রধান শিক্ষক মহম্মদ আলাউদ্দিনকে জানায় তারা।
প্রধান শিক্ষক সেদিনই হৃদয়চন্দ্রকে কারণ দর্শানোর নোটিশ দেন ও শিক্ষার্থীদের শান্ত থাকতে বলেন। তবে শিক্ষার্থীরা স্থানীয় কয়েক ব্যক্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের বিষয়টি জানান। এর পরদিন সকালে তাঁরা বিদ্যালয়ে এসে ওই শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
তারপর ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগে গত ২২ মার্চ বিদ্যালয়ের অফিস সহকারী মহম্মদ আসাদ বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন। ওই দিনই তাঁকে গ্রেফতার করা হয়। গত ২৩ মার্চ ও ৪ এপ্রিল আদালতে হৃদয়চন্দ্র মণ্ডলের জামিন চাওয়া হয়। তবে আদালত জামিনের আবেদন খারিজ করে দেয়।