হিন্দু পুরাণে ধর্ষণের উল্লেখ রয়েছে। ফরেন্সিক সায়েন্সের ক্লাসে এমনই বেফাঁস মন্তব্য করে বসলেন আলিগড় বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক। এনিয়ে ক্যাম্পাসে ক্ষোভের সৃষ্টি হওয়ায় ওই অধ্যাপককে সাসপেন্ড করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অধ্যাপকের নাম ডক্টর জিতেন্দ্র কুমার। তাঁর বিরুদ্ধে টুইটারে পুলিশের কাছে অভিযোগ করেছেন অনেকে। অভিযুক্তকে গ্রেফতার ও কঠোর আইনি পদক্ষেপের দাবি তুলেছেন তাঁরা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরাও তাঁর মন্তব্যের তীব্র নিন্দা করেছেন।
মেডিক্যালের এক বিভাগে পড়াতে গিয়ে জিতেন্দ্র একটি প্রেজেন্টেশন তৈরি করেন। সেখানেই তিনি হিন্দু পুরাণ থেকে ধর্ষণের উদাহরণ দিয়েছিলেন। সেই স্লাইড দেখে তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ তোলেন ছাত্র এবং শিক্ষকদের একাংশ।
বিশ্ববিদ্যালয় কমিটি জিতেন্দ্র কুমারকে ২৪ ঘণ্টা সময় দিয়েছে। তার মধ্যেই শো-কজ নোটিশের জবাব দিতে বলা হয়েছে। এএমইউ এক বিবৃতিতে জানিয়েছে, ‘ডিনের সুপারিশে বিশ্ববিদ্যালয় দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। মেডিসিন অনুষদের অধ্যাপক রাকেশ ভার্গব এর তদন্ত করবেন। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সেই ব্যবস্থা নেওয়ার হবে।’