এবার ইউক্রেনের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আইএস-এর সঙ্গে তুলনা করলেন রাশিয়াকে। এই অবস্থায় তিনি উল্লেখ করলেন নিউরেমবার্গের কথা। তিনি নিজের মন্তব্যে তুললেন যুদ্ধপরাধের মতো অভিযোগ এবং দাবি করলেন দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়ে ঘটা অপরাধের বিচার যেভাবে হয়েছিল, সেইভাবেই তিনি বিচার চাইলেন।
রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সঙ্গে একটি বৈঠক সম্পন্ন হয় ইউক্রেনের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে। এই বৈঠক মূলত ভার্চুয়ালিই আয়োজন করা হয়েছিল। সেখানেই তিনি সরাসরি তোপ দাগেন রাষ্ট্রসংঘকে এবং দাবি তোলেন যে, রাশিয়াকে যেন অপসারণ করা হয়। তিনি বলেন, “সংস্কার বাস্তাবায়িত করে পদক্ষেপ করুন নয়ত রাষ্ট্রসংঘ ভেঙে দিন”।
তিনি এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থেকে উল্লেখ করেন বুচারের ঘটনার কথা, উল্লেখ করেন নারীদের ধর্ষণ হওয়ার কথা, উল্লেখ করেন মায়েদের সামনে ছেলেদের হত্যার কথা। এই সমস্ত ঘটনার কথা উল্লেখ করে তিনি প্রশ্ন করেন যে, ইউক্রেন এখনও প্রয়োজনীয় নিরাপত্তা পায়নি কেন? তারপর, তিনি এও দাবি করেন যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার সব থেকে খারাপ অবস্থার মধ্যে দিয়ে এই দেশটিই গেছে।
2022-04-07