যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগ ওপেন বুক পদ্ধতিতে পরীক্ষার প্রস্তাব দিল। ইতিমধ্যেই, সেই প্রস্তাব চলে গিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে। তার ভিত্তিতে কর্তৃপক্ষ অন্যান্য বিভাগগুলি কাছ থেকেও মতামত জানতে চেয়েছে। জানা গেছে, গত বুধবার বিশ্ববিদ্যালয়ের ১৫ টি বিভাগের মধ্যে পরীক্ষা সংক্রান্ত বিষয়ের উপর বৈঠক হয়।
সেই বৈঠকে দুটি বিভাগ অফলাইনে ওপেন বুক সিস্টেমে পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তাব দেয়। সেইসঙ্গে প্রতিটি পেপার ৩ ঘণ্টার পরিবর্তে ৪ ঘন্টা সময় পর্যন্ত পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তাব দেয়। পাশাপাশি, লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের পরিবর্তে ৭০ নম্বরে পরীক্ষা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। সেই সঙ্গে আরও বলা হয়েছে, পরীক্ষায় পরীক্ষার্থীরা বই, নোটস, পিডিএফ প্রিন্ট নিয়ে বসতে পারবে। তবে মোবাইল বা ট্যাবের মতো কোন গ্যাজেট ব্যবহার করা যাবে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আগামী ৮ ই এপ্রিলের মধ্যে অন্যান্য বিভাগগুলির কাছ থেকে মতামত জানতে চেয়ে নোটিশ দিয়েছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, বহুদিন ধরেই ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়াদের একটি অংশ অফলাইনে পরীক্ষার বদলে অনলাইনে পরীক্ষা দেওয়ার দাবি জানিয়েছিল। এই বিষয়টিকে কেন্দ্র করে রীতিমতো বিক্ষোভ দেখানো হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এখন আগামী দিনে কি হয়, সেটাই দেখার।
2022-04-07