দেউলিয়া হয়ে যাওয়ার পথে শ্রীলঙ্কা। সমগ্র দেশ চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাওয়ার কারণে নাজেহাল অবস্থা দেশবাসীর। এই শ্রীলঙ্কার বিভিন্ন শিল্পী, খেলোয়াড়রা উদ্বেগ প্রকাশ করেছেন। জ্যাকলিন ফারন্যানডিজ, মুথাইয়া মুরলীথরন থেকে কুমারা সঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনরা অনেকেই শ্রীলঙ্কার অবস্থার প্রতি উদ্বেগ জানিয়েছেন। এই অবস্থাতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হলেন অর্জুনা রণতুঙ্গা।
“ভারতের প্রধানমন্ত্রী এর আগেও শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছেন। জাফনা আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির সময় উনি সাহায্য করেছিলেন। সে দিক থেকে দেখলে ভারত আমাদের বড় দাদার মতো। আর্থিক সাহায্য হয়তো এখনও করেনি, কিন্তু ভারত পরিস্থিতির দিকে নজর রেখেছে। যাতে পেট্রল, ওষুধের মতো নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের জোগান দেওয়া যায়। ভারত আমাদের পাশে আছে”।
“আমার সবচেয়ে বড় চিন্তার জায়গা অন্য। যেন কোনও ভাবেই রক্তের নদী বয়ে না যায়। আমি এটা নিয়ে খুব ভয়ে আছি। যুদ্ধ না শুরু হয়ে যায়। এই ছবি কিন্তু আমরা এর আগেও দেখেছি। কিছু রাজনীতিক কিন্তু এটা প্রমাণ করার চেষ্টা করছেন, এই পরিস্থিতির জন্য দায়ী মুসলিম ও তামিলরা। এর ফলে দেশটা ভাগ হয়ে যাচ্ছে। এই রকম মনোভাব কিন্তু দেশের জন্য খুব ক্ষতিকর। সেটা অনেকেই বুঝতে পারছেন না”।
2022-04-07