দেশজুড়ে অস্থিরতার আবহাওয়া। এই আবহাওয়াতেই এবার হলদিরামের দিকে উঠল আঙুল। নবরাত্রির জন্য হলদিরামের তরফে প্রস্তুত প্যাকেটে উর্দু কেন লেখা, এই নিয়ে ঘটল বিতর্ক। এই ঘটনাটিকে কেন্দ্র করে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওটিকে কেন্দ্র করে উত্তাল সারা দেশ।
বিতর্কের ঝড় উঠেছে নবরাত্রি উপলক্ষে হলদিরামের ‘ফলাহারি মিক্সচার’ নামক নোনতা খাবারটিকে কেন্দ্র করে। হলদিরামের দাবি, এই বিশেষ প্যাকেটের খাবার নবরাত্রির উপোস চলাকালীন খাওয়া যায়। হলদিরামের তরফে পেশ করা তথ্য অনুযায়ী, এই বিশেষ প্যাকেটে রয়েছে চীনা বাদাম, আলুভাজা এবং হালকা কিছু মশলা। প্যাকেটটি যে পুরোপুরি নিরামিষ, তা বোঝানোর জন্য পুরো প্যাকেটটিকেই সবুজ রঙের করা হয়েছে।
এবার, এই প্যাকেটে সমস্ত বিবরণী মূলত তিনটি ভাষায় লেখা রয়েছে, যথা-ইংরেজি, উর্দু এবং হিন্দি। এর মধ্যে থাকা উর্দু ভাষাকে কেন্দ্র করেই বাঁধল বিতর্ক। ভিডিও থেকে জানা গেছে, ‘সুদর্শন’ নামক এক সংবাদ মাধ্যমের এক সাংবাদিক এই বিষয়ে অনবরত প্রশ্ন করে চলেছেন হলদিরাম আউটলেটের এক মহিলা কর্মচারীকে।
2022-04-07